এইদিন ওয়েবডেস্ক,ওয়েস্ট ব্যাঙ্ক,২৬ জানুয়ারী : বৃহস্পতিবার সকালে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক-এর জেনিন শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬০ বছর বয়সী এক মহিলাসহ অন্তত নয়জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে । আহত হয়েছে অন্তত ২৪ জন । আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । জেনিন স্টেট হাসপাতালের প্রধান উইসাম বেকার বলেছেন,’এখানে নজিরবিহীন একটি হামলা হয়েছে ।’ প্রকাশিত তথ্যের ভিত্তিতে খবর, জেনিনে ইসরায়েলি সৈন্যরা অ্যাম্বুলেন্স এবং মেডিকেল দলকে আহতদের কাছে পৌঁছাতে বাধা দেয় ।
এদিকে ওয়েস্ট ব্যাঙ্কের জেনিন, নাবলুস এবং রামাল্লা শহরে প্রাথমিকভাবে স্কুল বন্ধ করে ধর্মঘট শুরু হয়েছে বলে জানা গেছে ।
এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও রক্তপাত বন্ধ করতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে অবিলম্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন । অবশ্য ইসরায়েল বলেছে যে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ব্যর্থ করার উদ্দেশ্যে সন্দেহভাজন ইসলামিক জিহাদিদের গ্রেপ্তার করতেই জেনিনে বিশেষ সেনাবাহিনী পাঠানো হয়েছে ।।