এইদিন ওয়েবডেস্ক,হুগলি,২৬ জানুয়ারী : তৃণমূল কংগ্রেসের এক বিধায়কের পদসেবায় রত তাঁরই দলের এক নেত্রী । এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ছবিতে দেখা গেছে একজন বৃদ্ধ খাটের উপর শুয়ে আছেন । তাঁর পড়নে লুঙ্গি,গায়ে চাদর । চোখে চশমা পরিহিত ওই ব্যক্তি স্মিত হাসচ্ছেন । ব্যক্তির ডান পা গোটানো। বাম পা ছড়ানো আছে । তাঁর পায়ের নিচে হাসি মুখে বসে সেই পায়ের আঙুল মটকে দিচ্ছেন এক মধ্য বয়সী মহিলা । বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে এনিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে । প্রতিবেদন অনুযায়ী, ওই বৃদ্ধ ব্যক্তি হলেন হুগলি জেলার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার । আর তাঁর পায়ের আঙুল মটকে দেওয়া মহিলা হলেন তাঁরই দলের নেত্রী রুমা রায় পাল । রুমাদেবী দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমানে চুঁচুড়া-মগরা পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সদস্যা ।
রিপোর্ট অনুযায়ী, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় “দিদির সুরক্ষা কবজ” কর্মসূচিতে গিয়েছিলেন বিধায়ক । দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পীযুষকান্তি ধরের বাড়িতে গত শুক্রবার তিনি এবং পঞ্চায়েত সমিতির সদস্যা রুমা রায় পালসহ অনান্য তৃণমূল নেতারা রাত্রিবাস করেছিলেন । আর ওই রাতেই রুমাদেবী বিধায়কের পা টিপে দেন বলে খবর ।
এদিকে এই ছবি প্রকাশ্যে আসার পর কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে বলেছেন, তৃণমূল বিধায়ক অসিত খাটে শুয়ে আছেন এবং রুমা তার পা টিপছেন। তৃণমূল বিধায়করা যে দলের মহিলা নেত্রীর সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করছেন, তা ছবি থেকেই স্পষ্ট । তিনি বলেন, কেউ পরে যে ব্যাখ্যাই দেন না কেন, মানুষ যা দেখতে চেয়েছিল তা ওই ছবিতে দৃশ্যমান।
এদিকে ছবিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হতে বিষয়টি নিয়ে স্পষ্টীকরণ দিয়েছেন বিধায়ক অসিত মজুমদার । তিনি জানান, সম্প্রতি তার পায়ে অপারেশন হয়েছে এবং সেলাই করা হয়েছিল । ওই দিন অনুষ্ঠান থেকে ফেরার সময় তার পায়ে প্রচণ্ড ব্যাথা হচ্ছিল। তাই তিনি রুমাকে পা টিপে দিতে অনুরোধ করেছিলেন । তিনি বলেন,’রুমাকে আমি দলীয় কর্মী হিসাবে নয় বরঞ্চ মেয়ে বা বোন হিসেবে দেখি । আমি আশা করিনি যে মানুষ এটাকে ভুল দৃষ্টিভঙ্গিতে নেবে ।’ পাশাপাশি বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন ‘বিজেপির নিরক্ষর লোকেরা ফালতু বক্তব্য দিচ্ছে’ ।
তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যা রুমা রায় পাল বলেছেন, বিধায়ক অমিত মজুমদার আমার বাবার মতো । আমি তাঁকে রাজনৈতিক গুরু বলেও মনে করি । ওনার পায়ে কষ্ট হচ্ছিল,তাই পা টিপে দিয়েছি ।’ তাঁর কথায়,বিরোধীরা অকারণ একজন মহিলাকে কালিমালিপ্ত করছে ।।