এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২৬ জানুয়ারী : নরেন্দ্র মোদী সরকার কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরকে ঢেলে সাজাতে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করছে । পরিকাঠামো উন্নয়ন দ্রুত হারে হচ্ছে । উপত্যকায় বেকারত্বের হার কমছে দ্রুত হারে । ফলে বন্ধ হয়ে গেছে অর্থের বিনিময়ে পাথরবাজির ঘটনা । সন্ত্রাসবাদ কবলিত জম্মু-কাশ্মীর যে বদলাচ্ছে ফের একবার তার প্রমাণ পাওয়া গেল । এবারে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন সন্ত্রাসবাদীর হাতে দেখা গেল দেশের জাতীয় পতাকা ।
৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বুধবার নিজের বাড়িতে দেশের জাতীয় পতাকা উত্তোলন করল শের খান নামে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার সেগদি ভাটা(Segdi Bhata ) গ্রামের বাসিন্দা ওই প্রাক্তন সন্ত্রাসবাদী । শের খান হরকাত-উল-জিহাদ- ই-ইসলামি (HUJI) নামে একটি সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত ছিল । ১৯৯৮ থেকে ২০০৬ সালের মধ্যে জেলায় বহু নাশকতা চালিয়েছিল সে । পরে সে আত্মসমর্পণ করে । ২০১৯ সালে মুক্তি পাওয়ার আগে ১৩ বছর জেলে কাটিয়েছিল শের খান । যদিও সে দাবি করেছে,তার যখন ২০ বছর বয়স তখন সন্ত্রাসবাদীরা তাকে অপহরণ করে নিয়ে গিয়ে তাদের দলে যোগ দিতে বাধ্য করেছিল । কিন্তু সন্ত্রাসবাদের প্রতি মোহভঙ্গ হলে আরও ৬ জনের সাথে ২০০৬ সালে জম্মু-কাশ্মীরের আওয়ান্তিপোরা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিল । দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে,শের খান তার দ্বিতীয় স্ত্রী শাহীনা এবং দুই কন্যা সুমাইয়া (১৯) এবং খলিফা বানো (২৭) এর সাথে বসবাস করে । বুধবার প্রথমবারের মতো নিজের বাড়িতে দেশের জাতীয় পতাকা লাগিয়েছে ওই প্রাক্তন সন্ত্রাসবাদী ।।