এইদিন ওয়েবডেস্ক,সিডনি,২৬ জানুয়ারী : কোভিড-১৯ ভাইরাস যে আদপে মানবসৃষ্ট তাতে সন্দেহের কোনো অবকাশ নেই । আর এই ভাইরাসের উৎসস্থল সম্পর্কেও নিশ্চিত বিশ্ববাসী । গোটা বিশ্ব জুড়ে ভাইরাসটি কার্যত ত্রাসের সৃষ্টি করেছিল । যদিও চীন ছাড়া বাকি দেশগুলি আপাতত নিজেদের করোনার কবল থেকে নিজেদের মুক্ত করে ফেলেছে । কিন্তু চীনের মত কিছু দেশের জৈবাস্ত্র তৈরির প্রবণতা ভাবাচ্ছে বিশ্বকে । ফলে পরবর্তী ভাইরাস নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে । মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন যে পরবর্তী মানবসৃষ্ট ভাইরাসটি কোভিড-১৯ এর চেয়েও ভয়ঙ্কর হবে ।
বুধবার অস্ট্রেলিয়ার সিডনিতে লোই থিঙ্ক ট্যাঙ্ককে বিল গেটস বলেছেন,রাজনৈতিক নেতাদের তাদের মতভেদ দূরে রেখে পরবর্তী ভাইরাসের জন্য প্রস্তুত হওয়ার জন্য একসাথে কাজ করা উচিত। তিনি বিশ্ব নেতৃবৃন্দকে আরও বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানান এবং কোভিড-১৯ ভাইরাসকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন,’বিশ্বের সব দেশ একসঙ্গে কাজ করলে একটি ভয়ঙ্কর ভাইরাসের কিভাবে প্রতিরোধ করা সম্ভব কোভিড তার প্রকৃষ্ট উদাহরণ ।’
তিনি আরও বলেন,’কোভিড-১৯ এর ব্যয়ের সাথে পরবর্তী সময়ের জন্য প্রস্তুতির অর্থনৈতিক ব্যয়ের তুলনা করুন । এই ভাইরাসে বিশ্ব অর্থনীতিতে ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে। এই ভাইরাস সম্পর্কে আমরা সচেতন ছিলাম না এবং জানতাম না যে আগুন বা ভূমিকম্পের মতো প্রস্তুতির জন্য আমাদের সরঞ্জাম, প্রশিক্ষণ এবং বৈশ্বিক ক্ষমতা ব্যবহার করা উচিত ।’
গেটস উল্লেখ করেছেন যে ভবিষ্যতের মহামারী মোকাবেলার জন্য পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছার ভিত্তিতে একটি টেকসই আন্তর্জাতিক ব্যবস্থা প্রয়োজন । মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা ভ্যাকসিন উপলব্ধ হওয়ার আগে সংক্রমণের হার কম রাখতে সহায়তা করার জন্য অস্ট্রেলিয়ার নীতিগুলিরও প্রশংসা করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালে চীনের উহানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং বিশ্বের বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ার পর বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে । বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চীন জুড়ে তান্ডাব চালাচ্ছে । প্রতিদিন মৃত্যু হচ্ছে বহু মানুষের । যদিও মৃত্যু ও সংক্রমণের তথ্য গোপন করে যাচ্ছে চীনের শি জিংপিং সরকার ।।