এইদিন ওয়েবডেস্ক,লাহোর,২৫ জানুয়ারী : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা এবং প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে বুধবার লাহোরে তার বাসভবন থেকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ । ফাহাদের বিরুদ্ধে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সদস্যদের ‘হুমকি দেওয়ার’ অভিযোগ তোলা হয়েছে । পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) সচিব ওমর হামিদ খান মঙ্গলবার রাতে ইসলামাবাদের কোহসার থানায় চৌধুরীর বিরুদ্ধে এনিয়ে একটি মামলা দায়ের করেছিলেন । ফাহাদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১৫৩-এ (গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার),৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন),৫০৫ (জনসাধারণের উসকানি দেওয়া) এবং ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ) ধারায় মামলা করা হয়েছে । ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) অনুসারে, ফাওয়াদ চৌধুরী লাহোরে ইমরান খানের বাসভবনের বাইরে তার বক্তৃতায় ইসিপি-এর সদস্য এবং তাদের পরিবারকে হুমকি দিয়েছিলেন ।
এদিকে ফাহাদের গ্রেফতারির পর ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাকিস্তানে । দলের একাধিক নেতা ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতারির নিন্দা করেছেন । বুধবার ভোররাতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের গ্রেপ্তারের গুজব ছড়িয়ে পড়ার সাথে সাথে বিপুল সংখ্যক পার্টির নেতা ও কর্মীরা লাহোরের জামান পার্কে তাঁর বাসভবনে এসে জড়ো হয় । পিটিআই তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ঘোষণা করেছে,’এমন খবর রয়েছে যে পুতুল সরকার আজ রাতে ইমরান খানকে গ্রেপ্তার করার চেষ্টা করবে ।’ প্রসঙ্গত,আগস্টের পর পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা । কিন্তু তার আগেই নির্বাচনের দাবি তুলেছেন ইমরান খান ।।