এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৫ জানুয়ারী : গুজরাটের দাঙ্গার প্রেক্ষাপটে নির্মিত ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) ‘অপপ্রচারমূলক’ তথ্যচিত্রকে হাতিয়ার করতে চাইছে বামপন্থী সংগঠনগুলি । মঙ্গলবার রাতে জাতীয় রাজধানীতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে বিতর্কিত ওই তথ্যচিত্রটি প্রদর্শনের পরিকল্পনা করেছিল ডিএসএফ, এআইএসএ, এসএফআই, এআইএসএফ প্রভৃতি বামপন্থী ছাত্র সংগঠনগুলি । তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউনিয়ন অফিসে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করায় তথ্যচিত্রটি প্রদর্শন করে দেওয়ায় তাদের সেই চেষ্ঠা ব্যর্থ হয় । অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA) জাতীয় সভাপতি এন সাই বালাজি দাবি করেছেন, ছাত্ররা অবশ্য একটি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের মোবাইল ফোনে ডকুমেন্টারিটি দেখতে এবং শেয়ার করার জন্য ডাউনলোড করেছে ।
এদিকে ডকুমেন্টারি দেখানোর সময় ভিভি ক্যাম্পাসে পাথর ছোড়ার খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রধান প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। জেএনইউ ছাত্র ইউনিয়নের সদস্যদের উপর ইট-পাথর নিক্ষেপ করা হয়। জেএনএসইউর সভাপতি ঐশী ঘোষ বলেন, ডকুমেন্টারি দেখার সময় জেএনএসইউ সদস্য ও ছাত্রদের পাথর ছুড়ে মারা হয়েছিল। এই ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে । ঘটনার পরে বামপন্থী ছাত্ররা এবিভিপি এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় । তবে ডিসিপি বলেছেন যে এখনও পর্যন্ত এমন কোনও ঘটনার খবর পাওয়া যায়নি । পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে প্রায় ৫০ জন পুলিশ কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে ।
গত শুক্রবার কেন্দ্র সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার এবং ইউটিউবকে “ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন” শীর্ষক ডকুমেন্টারিটির লিঙ্কগুলি ব্লক করার নির্দেশ দিয়েছে। বিদেশ মন্ত্রক ডকুমেন্টারিটিকে “অপপ্রচারমূলক” হিসাবে বর্ণনা করে জানিয়েছে তাতে বস্তুনিষ্ঠতার অভাব এবং ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন প্রকাশ পেয়েছে । তবে দেশের বিরোধী দলগুলি ডকুমেন্টারিতে অ্যাক্সেস বন্ধ করার সরকারের পদক্ষেপের নিন্দা করেছে।
এর আগে জেএনইউ কর্তৃপক্ষ ছাত্রদের একটি কড়া সতর্কতা জারি করেছিল যে কেউ যদি বিশ্ববিদ্যালয়ের নিয়মের বাইরে গিয়ে ডকুমেন্টারিটি দেখানোর ব্যবস্থা করে তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে । জেএনইউএসইউ-এর ব্যানারে ছাত্রদের একটি অংশ মঙ্গলবার রাত্রি ৯ টায় ডকুমেন্টারিটির স্ক্রীনিংয়ের জন্য প্যামফলেট বিতরণ করেছিল ।।