এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ জানুয়ারী : বিজেপি পশ্চিমবঙ্গে সরকারে এলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বেতন কমিশন গঠন করার প্রতিশ্রুতি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এর সামনে সরকারি কর্মচারীদের ডিএ, পেনশন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদে অবিলম্বে নিয়োগ সহ একাধিক দাবিতে সরকারি কর্মচারী পরিষদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল । ওই বিক্ষোভ সভায় প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী ।
সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন,’২০১১ সালে সিপিএম,২০১৬ সালে কংগ্রেস সেটিং অপজিশন ছিল । আজ রিয়েল অপজিশন আপনারা দেখতে পাচ্ছেন৷ ৭০ লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে । ৮০ লক্ষ ভুয়ো জবকার্ড বেরিয়েছে, আধারের সঙ্গে লিঙ্ক করতে পারেনি । কেমন চোর ধরা হচ্ছে ? রব উঠেছে চোর ধরো,জেল ভরো ।’
তিনি উপস্থিত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা সরকারী কর্মচারীদের জন্য ভিতরে বাইরে সব আইনি লড়াই করবো,নিশ্চিন্ত থাকুন । ২০১৫ সাল থেকে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বাড়ি যাবেন । ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন আপনারা করে দেবেন,প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বেতন কমিশন আমরা করে দেবো ।’ পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, ‘সম্ভবত ফেব্রুয়ারীর ৫-৬ তারিখ থেকে বিধানসভা খুলবে । এবারের বাজেট অধিবেশন সরকারী কর্মীদের জন্য উত্তাল করবে বিজেপির এমএলএরা।’
শুভেন্দু অধিকারী রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে বলেন,’কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড । সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড । টিএমসি অলসো টেস্টেড এবং উলড বি রিজেক্টেড । হওয়ার সময় এসে গেছে ।’ তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে ৪৫ লক্ষ পরিযায়ী শ্রমিক,২ কোটি বেকার,৭০ হাজার চাকরি বেচা হয়েছে, ভাবতে পারেন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ৫ কিমি দূরে সাউথ সিটি মলের কাছে অপার ফ্লাট থেকে এত বেরোয়, বেলঘড়িয়া থেকে টাকা বেরোয়,মোমিনপুরে আমিনের বাড়ির খাটের বিছানা থেকে টাকা বেরোয়, কেউ দেখতে পায়না ? এরাজ্যে সবাইকে পঙ্গু করে রেখে দিয়েছে ।’
এরপর তিনি বলেন,’পশ্চিমবঙ্গে শিল্প নেই,বানিজ্য নেই,৩০ লক্ষ সরকারী কর্মচারী পোস্ট ফাঁকা আছে । নিয়োগ হয় না । আর মোদীজি প্রত্যেকদিন ৭০ থেকে এক লক্ষ করে পার্মানেন্ট এপয়েন্টমেন্ট দিচ্ছেন । পরশু দিনও ৭১ হাজার লোককে এপয়েন্টমেন্ট তুলে দিয়েছেন ।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায় অনেক হাতি পোষে । আলাপন ব্যানার্জিকেও পোষে । ডঃ অমিত মিত্র ৬ লক্ষ রাজ্য সরকারের পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করিয়েছেন । বেকারত্বের যুগে ক্যাবিনেটে বসে বসে পোস্ট লুপ্ত করার রেজেলিউশন করছেন । ৭ জনের কাজ একজনকে করতে হচ্ছে । আর খোঁজ নিয়ে দেখুন মুখ্যমন্ত্রী সপ্তাহে ২ দিন আসেন নবান্নতে । এই রাজ্য চলছে ?’
শুভেন্দু বলেন,’সংখ্যালঘু মুসলিমদের এনআরসির ভয় দেখিয়ে, বিজেপির জুজু দেখিয়ে ওদের ভোটব্যাঙ্কে পরিনত করেছে । পুরষ্কারটাও ভালো দিচ্ছে । রামপুরহাটের বাগডুইতে ৭ জন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মারলো । মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদরা সংখ্যালঘু শিশুদের পুডিয়ে মারলো,আর
আরাবুলের মত গুণ্ডা বাইরে । এদিকে নওশাদ সিদ্দিকির জামার কলার ধরে টানতে টানতে লাল বাজারে ঢুকিয়েছে । সংখ্যালঘু মুসলিমরা যাকে ভোট দিয়ে জিতিয়েছে তিনি ভালো পুরষ্কার ফেরত দিচ্ছেন । আশা করি সকলের সম্বিৎ ফিরবে ।’।