এইদিন ওয়েবডেস্ক,সান ফ্রান্সিসকো,২৫ জানুয়ারী : আমেরিকায় ভয়াবহ আকার নিয়েছে জাতি বিদ্বেষ । এবার সান ফ্রান্সিসকোয় বন্দুকবাজের গুলিতে ৭ জন নিহত হয়েছে । আহত হয়েছে আরও একজন । সোমবার ফ্রান্সিসকোর দক্ষিণে ক্যালিফোর্নিয়ার একটি উপকূলীয় এলাকায় একটি কৃষি খামারে গুলি চালানোর ঘটনা ঘটেছে । ঝাও চুনলি নামে ৬৭ বর্ষীয় একজন চীনা-আমেরিকানকে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-তে গুলি চালানোর অভিযোগে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে । তাকেই হামলাকারী বলে সন্দেহ করছে পুলিশ। জানা গেছে, মাশরুম খামারে কাজ করা চীনা শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল ।
সান মাতেও শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে একই এলাকায় ৪ জনের মৃতদেহ এবং ১ জন আহত ব্যক্তির সন্ধান পেয়েছে তারা । প্রথম ঘটনা স্থল থেকে অল্প দূরত্বে আরও ৩ জনের মৃতদেহ পাওয়া যায় । সম্প্রতি আমেরিকায় বন্দুকবাজের হামলার ঘটনা বেড়েছে । এর আগে লস অ্যাঞ্জেলেসের কাছে একটি নাচের স্টুডিওতে গুলি চালায় এক বন্দুকধারী । এই হামলায় ১১ জন নিহত হয়। এই ঘটনার পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই আরও দুটি হামলার ঘটনা ঘটল । এদিকে আমেরিকায় লাগাতার বন্দুকবাজের হামলার ঘটনা ঘটায় সেদেশের বন্দুক সংস্কৃতি নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে । গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৪৭6 টি অনুরূপ মামলা রিপোর্ট করা হয়েছিল আমেরিকায় ।।