এইদিন ওয়েবডেস্ক,ত্রিশুর(কেরালা),২৪ জানুয়ারী : মঙ্গলবার ভোরে কেরালার ত্রিশুরের কোডুঙ্গাল্লুর (Kodungallur) শ্রী কুরুম্বা ভগবতী মন্দিরের ‘মূলবিগ্রহাম’ (মূল দেবতার ভাস্কর্য) ভাঙচুরের ঘটনা ঘটেছে । ভাংচুর করা হয় প্রতিমা ও ল্যাম্পপোস্ট। তিরুবনন্তপুরমের পরসালার বাসিন্দা রামচন্দ্রন নামে এক মধ্য বয়সী ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত । পুলিশ তাকে গ্রেফতার করেছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ । তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।
দেবস্বামের এক আধিকারিক জানিয়েছেন,এদিন ভোর ৫ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মূলবিগ্রহটি পৌরসভা অফিসের কাছেই অবস্থিত এবং এটি একটি ততটা সুরক্ষিত নয় । এখানে কোনো নিবেদম ও প্রতিদিনের পূজা নেই তবে পুরোহিতরা প্রতিদিন সকাল সন্ধ্যা প্রতিমার প্রদীপ জ্বালান । হামলাকারী স্টেইনলেস স্টিলের দরজা ভেঙে মন্দিরে প্রবেশ করে এবং লোহার রড দিয়ে ব্রোঞ্জের মূর্তি ও ল্যাম্পপোস্ট ভেঙে দেয় । স্থানীয়দের নজরে পড়লে হামলাকারী পালানোর চেষ্টা করে । কিন্তু লোকজন তার পিছু ধাওয়া করে ধরে ফেলে । পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
স্থানীয়দের বিশ্বাস যে ‘মূলবিগ্রহ’ প্রথম শতাব্দী আগে ভক্তদের দ্বারা উপাসনার জন্য ব্যবহৃত হত। মন্দির সংস্কার করা হলে প্রতিমা পরিবর্তন করা হয়। এদিকে, হিন্দু এক্যবেধি( Aikya Vedi) কর্মীরা এই ধরনের কাজের পিছনে ষড়যন্ত্রের অভিযোগ করেছে এবং ঘটনার তদন্তের জন্য কোডুঙ্গাল্লুরে মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ডেকেছে । কর্মীরা কোচিন দেবস্বম বোর্ডকে সঠিক উপায়ে মূলবিগ্রহ রক্ষার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় ।।