দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৩ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে ইমারতি সামগ্রীর ব্যবসায়ী ইয়াসিন শেখের খুনের ঘটনায় চতুর্থ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম হানিফ শেখ । গত ১২ জানুয়ারি কেতুগ্রামের আমগরিয়া বাজারে সকাল দশটা নাগাদ ইয়াসিনকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল । তারপর থেকেই বেপাত্তা হয়ে যায় হানিফ । পুলিশ মূল অভিযুক্ত রতন খাঁ, জালাল শেখ ও বাবু শেখকে গ্রেফতার করতে পারলেও হানিফের হদিশ করতে পারেনি । কিন্তু ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে পেশায় রাজমিস্ত্রী হানিফ উড়িষ্যার বারিপদ এলাকায় পালিয়েছে । সেখানে গিয়ে সে যথারীতি কাজকর্মও শুরু করে দিয়েছিল । শেষে ঘটনার তদন্তকারী অফিসার পুলক মণ্ডলের নেতৃত্বে কেতুগ্রাম থানার পুলিশের একটি দল রবিবার উড়িষ্যায় হানা দিয়ে হানিফকে পাকড়াও করে । সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক ধৃতের ৮ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
জানা গেছে, ধৃত বাবু শেখের বাড়ি আরনা গ্রামে । বাকি তিনজন নবস্থা গ্রামের বাসিন্দা । অন্যদিকে কেতুগ্রামের রতনপুর গ্রামের বাসিন্দা ছিলেন নিহত ইয়াসিন শেখ । খুনের ঘটনার পর ইয়াসিনের দ্বিতীয় পক্ষের স্ত্রী জুমাতন বিবি ধৃত চারজনের বিরুদ্ধে কেতুগ্রাম থানায় এফআইআর রজু করেছিলেন । অবশেষে খুনের ঘটনার ১২ দিনের মাথায় চার অভিযুক্তকেই গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ । তবে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে ।।