এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম,০৪ মার্চ : বিজেপির বিরুদ্ধে ‘টাকা দিয়ে ভোট কেনার’ অভিযোগ তুললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম নির্বাচনী জনসভায় এসে তিনি দাবি করেন, ‘২০১৯ সালে বিজেপি টাকা দিয়ে ভোট করেছিল। ওরা টাকা দেয়।’ এরপর তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে পরামর্শ দেন, ‘বিজেপি ঘরে ঘরে গিয়ে টাকা দেবে । আপনারা টাকা নিয়ে নেবেন । আর ভোটটা দেবেন মা মাটি মানুষের মুখ্যমন্ত্রীকে ।’
বিজেপির বিরুদ্ধে তোলা এই গুরুতর অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকরা অনুব্রত মণ্ডলের কাছে জানতে চান তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জানাবেন কি না । এর উত্তরে তিনি বলেন ‘ছাড়ুন তো । কি লাভ? নির্বাচন কমিশন তো ওদের নির্বাচন কমিশন ।’
এদিন মুলত কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমন শানান অনুব্রত মণ্ডল । পেট্রল-ডিজেলের মুল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, ‘এখন বিশ্বের বাজারে তেলের দাম ২৮ টাকা । সেখানে রামরাজ্যে ১০০ টাকা দাম।রাবণের রাজ্য শ্রীলঙ্কাতে ৪৯ টাকা, সীতার রাজ্য নেপালে ৪৫ টাকা, বাংলাদেশে ৪৫ টাকা, এমনকি পাকিস্তানেও ৪৭ টাকা তেলের দাম।মোদির লজ্জা লাগা দরকার ।’ এরপর প্রধানমন্ত্রীকে নিশানা করে অনুব্রত বলেন, ‘আট বছরে তুমি ভারতবর্ষকে কি দিয়েছো ?বাংলার প্রতি এত লোভ কেন?’
এদিন বিকেলে কেতুগ্রামের পাচুন্দি বাসস্ট্যান্ডে মহিলা সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল । ওই সমাবেশে অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, কেতুগ্রামের বিধায়ক শেখ সাহনাওয়াজ প্রমুখ । অনুব্রত মণ্ডলের বক্তব্যের পর লোকশিল্পী রথিন কিস্কুর গানের অনুষ্ঠান হয়।।