শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ মার্চ : ভ্রাতৃবধুকে ধর্ষণের অভিযোগে ভাসুরকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ । ধৃতের নাম ইন্নাল শেখ(৩২) । তাঁর বাড়ি ভাতার থানার সিকোত্তর গ্রামে । বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় । পাশাপাশি নির্যাতিতা বধুকে ডাক্তারি পরীক্ষার জন্য বর্ধমান পাঠানো হয়েছে ।
ভাতারের শিকোত্তর গ্রামের বাসিন্দা ইন্নাল শেখরা দু’ভাই । দু’জনেই বিবাহিত । বাবা-মাকে নিয়ে একই বাড়িতে যৌথ পরিবারে বসবাস । ইন্নালের ছোট ভাই কেরালায় রাজমিস্ত্রি কাজ করেন । কর্মসুত্রে তাঁকে সেখানেই থাকতে হয় । বছরে দু’একবার তিনি বাড়ি আসেন । নির্যাতিতা বধুর দেড় বছরের যমজ সন্তান রয়েছে । তার মধ্যে পুত্র সন্তানকে তিনি কেতুগ্রামে বাপের বাড়িতে রেখে দিয়ে এসেছেন । কন্যাসন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন ওই বধু ।
বছর কুড়ির ওই নির্যাতিতা বধুর অভিযোগ,গত ২৬ শে ফেব্রুয়ারি রাতে মেয়েকে নিয়ে তিনি ঘরে শুয়েছিলেন । কিন্তু ওই দিন ভুল বশত দরজার খিল না লাগিয়েই ঘুমিয়ে পড়েন । সেই সুযোগে গভীর রাতে তাঁর ভাসুর চুপিসারে ঘরে ঢুকে মুখ চেপে ধরে তাঁকে ধর্ষন করে । ঘটনার কথা কাউকে কিছু বললে মেয়েকে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ বধুর ।
নির্যাতিতা বধু বলেন, ‘ পরের দিন আমি ঘটনার কথা
জা ও শ্বশুর-শাশুড়িকে বলি । কিন্তু শ্বশুর-শ্বাশুড়ি বিষয়টি গোপন রাখার জন্য উলটে আমার উপর চাপ সৃষ্টি করে । তখন বাধ্য হয়ে স্বামীকে ফোন করে জানাই ।’
জানা গেছে,ঘটনার কথা শোনার পর মঙ্গলবার নির্যাতিতা বধুর স্বামী কেরালা থেকে বাড়ি ফেরেন । তারপর বুধবার স্বামীর সঙ্গে ভাতার থানায় এসে ভাসুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই বধু । তাঁর অভিযোগের ভিত্তিতে ওই দিনই অভিযুক্ত ইন্নাল শেখকে গ্রেফতার করে পুলিশ ।।