এইদিন ওয়েবডেস্ক,তুরস্ক,২১ জানুয়ারী : ভূমধ্যসাগরীয় দেশ তুরস্কের বুরসার আকাশে দেখা মিললো গোলাপী রঙের অদ্ভুত মেঘের কুন্ডলী । অনেকে সেটিকে ইউএফও বলে ভুল করেন । যদিও তুরস্কের আবহাওয়া দপ্তর জানিয়েছেন,ওটি আদপেই ইউএফও নয় । আসলে ওটি ছিল ‘লেন্টিকুলার মেঘ’ । বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ২০২২) সকালে সূর্যোদয়ের সময় গোলাপী রঙের মেঘটি তুরস্তের বুরসার বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতে পাওয়া যায় । ঘন্টা খানেক স্থায়ী হওয়ার পর মেঘটি মিলিয়ে যায় । তার আগে বহু মানুষ মেঘের ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় । নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই সমস্ত ছবি ও ভিডিও ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন,যখন বাতাস আদ্র ও স্থিতিশীল থাকে এবং পর্বতের ওপর শক্তিশালী বাতাস ওঠানামা করে একমাত্র তখনই লেন্টিকুলার মেঘের সৃষ্টি হয় । শীতকালেই সাধারণত এই ধরনের মেঘের দেখা মেলে । কোনো ঝড় তৈরি হলে এই মেঘের সৃষ্টি হয় । এই ধরনের মেঘ বৃষ্টির পূর্বাভাসও দিয়ে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ।।