এইদিন ওয়েবডেস্ক,থাইল্যান্ড,২১ জানুয়ারী : দম্পতিদের মধ্যে ‘পরকীয়া সন্দেহ’ একটি স্বাভাবিক ঘটনা । এই সন্দেহের জেরে বহু সংসারও ভেঙে গেছে । কিন্তু স্বামীকে খুশি করার জন্য খোদ স্ত্রী ‘সুন্দরী সেবিকা’র খোঁজ করছে,এমন ঘটনা এক কথায় বিরল । এমনই এক বিরল ঘটনা ঘটেছে থাইল্যান্ডে । স্বামীকে খুশি করার উপযোগী ৩ জন ’সুন্দরী এবং শিক্ষিত’ সেবিকা নিয়োগের বিজ্ঞাপন দিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন থাইল্যান্ডের এক গৃহবধূ । বছর ৪৪-এর ওই মহিলার নাম পাতথিমা চ্যামন্যান(Patthima Chamnyan) । ব্যাংককের নিজের অ্যাপার্টমেন্ট থেকে একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন,তিনি স্বামীর চাহিদা পূরণ পারেন না । সেই কারনে নিজেকে তার খারাপ স্ত্রী বলে মনে হয় । ইতিমধ্যে তিনি দু’জনকে বাছাইও করে ফেলেছেন । তাদের ৩৪২ পাউন্ড করে মাসিক বেতন দেবেন বলে জানিয়েছেন পাতথিমা চ্যামন্যান ।
চ্যামন্যানের স্বামী পাত্তাগর্ন বলেছেন,’গত ৩ জুলাই অনলাইনে এই ভিডিওটি ছড়িয়ে পড়তে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম । আমার যত্ন নেওয়ার জন্য সে কাউকে খুঁজে পেতে চায় বলে আমাকে জানিয়েছে চ্যানম্যান ।’ তবে তিনি তার স্ত্রীর এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানান । পাত্তাগর্ন বলেন, ‘আমার স্ত্রী যেহেতু প্রস্তাব দিচ্ছে, তাই আমি এটি প্রত্যাখ্যান করব না । তরুণীরাও আমাদের পরিবারের সদস্যদের মতো সুবিধা ভোগ করবে এবং আমাদের কোম্পানিতে কাজ করবে ।’
থাইল্যান্ডের উপকূলীয় প্রদেশ সামুত প্রাকানে পারিবারিক ব্যবসা আছে ওই দম্পতির । পাতথিমা চ্যানম্যান জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন । তিনি তার স্বামীর ঠিকমত খেয়াল রাখতে পারেন না । তার জৈবিক চাহিদা পূরণ করতে পারেন না ।
পাতথিমা চ্যামন্যান বলেন, আমার স্বামী কঠোর পরিশ্রম করে এবং আমি শুধু চাই সে সুখী হোক ।’ তবে স্বামীর সেবিকাদের জন্য তিনি কিছু শর্তও আরোপ করেছেন । চ্যানম্যান জানিয়েছেন, তরুনীদের কলেজ ডিপ্লোমা থাকা জরুরি । চাকরি প্রার্থী তরুণীর কোনও সন্তান থাকা যাবে না। কারণ তাহলে তাদের বোঝা হয়ে যাবে। তাদের সুন্দরী ও মিশুকে হতে হবে । পাশাপাশি তিনি বলেন,
‘আমার স্বামীকে শারীরিকভাবে খুশি করতে পারাও তরুণীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে। কারণ সে একজন পুরুষ এবং তার শারীরিক চাহিদাও আছে। তার এখনও শারীরিক সক্ষমতা ও প্রচুর শক্তি রয়েছে ।’।