দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ জানুয়ারী : যাত্রীদের লাফালাফির জেরে নৌকাডুবির ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় অজয় নদে । শনিবার সকালে কাটোয়া শহরের ঘুটকিয়া পাড়ার কাছে অজয়নদের একটি ফেরিঘাটে এই ঘটনাটি ঘটেছে ৷ যদিও সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি ৷ নৌকার মাঝি ও নদীর পাড়ে থাকা লোকজনের তৎপরতায় সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে । তবে এই ঘটনায় নদীপথের যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফেরিঘাটে প্রশাসনিক নজরদারি সেভাবে না থাকায় নৌকাগুলিতে প্রায়ই ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হয় । এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড়সড় দূর্ঘটনা ঘটে যেতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন ।
কাটোয়া শহরের ঘুটকিয়া পাড়ার কাছে ভাগীরথী নদীতে এসে মিশেছে অজয়নদ । ঘুটকিয়া পাড়ায় অজয়নদের ফেরিঘাট থেকে কেতুগ্রামের বেগুনকোলা ঘাটে নৌকায় যাত্রী পারাপার হয় । প্রতিদিন সকালের দিকে জনমজুরের দল নৌকায় চড়ে বেগুনকোলা ঘাটে যায় । ফলে নৌকা ভিড়ে ঠাসা থাকে । জানা গেছে,এদিন তখন সকাল ছটা নাগাদ একটি মোটরচালিত নৌকা প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ঘুটকিয়া পাড়ার ঘাট থেকে ছাড়তেই কয়েকজন যাত্রী নদীর পাড় থেকে নৌকায় ঝাঁপিয়ে পড়ে । ফলে নৌকাটি টালমাটাল করতে করতে একদিক কাত হয়ে যায় । এরপর নৌকাসহ যাত্রীরা নদীর জলে উলটে পড়ে । যদিও তাদের দ্রুত উদ্ধার করা হয় ।
নৌকার মাঝি তপন মণ্ডলের অভিযোগ,দূর্ঘটনার সময় নৌকায় ৩৫-৪০ জন যাত্রী ছিল । আমরা অত যাত্রী নিতে চাইনি । কিন্তু জোর করে উঠেছিল যাত্রীরা । তারই মাঝে কয়েকজন যাত্রী নদীর পাড় থেকে লাফিয়ে উঠলে নৌকা একদিন কাত হয়ে উলটে যায় ।’।