এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২১ জানুয়ারী : বিক্ষোভ ঠেকাতে জাহেদান শহরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে ইরানি বাহিনী । সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহাদানে গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ প্রদর্শন হচ্ছে । গত বছরের ৩০শে সেপ্টেম্বর ইরানি নিরাপত্তা বাহিনী জাহাদানে বিক্ষোভকারীদের দমন করে এবং অনেক বিক্ষোভকারীকে হত্যা করে। তার মধ্যে গত বছরের ৩০শে সেপ্টেম্বর দিনটি রক্তাক্ত শুক্রবার নামে পরিচিত । ওইদিন প্রায় ১০০ জন বিক্ষোভ প্রদর্শনকারীকে হত্যা করা হয়েছিল এবং শতাধিক মানুষ ইরানি বাহিনীর গুলিতে আহত হয়েছিল ।
২২ বছরের কুর্দি তরুনী মাহাসা আমিনির হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশের পাশাপাশি জাহেদানেও নিয়মিত বিক্ষোভ হচ্ছে । শুক্রবার (২০ জানুয়ারী ২০২৩) তেহরানের সময় রাত্রি ১০ টা পর্যন্ত ইরানের বিক্ষোভ ২৮২ টি শহরে ছড়িয়ে পড়ে । অসমর্থিত সূত্রের খবর,এযাবৎ ৭৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩০,০০০ জনের বেশি মানুষ শাসক বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে । কিন্তু সরকারিভাবে ৬৩৭ জন নিহত বিক্ষোভকারীর নাম প্রকাশ করা হয়েছে ।।