এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২১ জানুয়ারী : দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণ ঘটালো বেলুচ লিবারেশন আর্মি(বিএলএ) । বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছে । জাফর এক্সপ্রেস নামে ওই ট্রেনটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাচ্ছিল । কিন্তু ট্রেনটি প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ১৫০ কিলোমিটার দূরে বোলান জেলার মধ্য দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটায় বিএলএ । বিস্ফোরণে ইঞ্জিনসহ ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয় । বোলান জেলার ডেপুটি কমিশনার আগা সামিউল্লাহের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে,আহতদের নিকটবর্তী শহর সিবিতে সিভিল-মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । গুরুতর আহত দুজনকে কোয়েটায় পাঠানো হয়েছে । বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিজেঞ্জো এক বিবৃতিতে হামলার নিন্দা করেছেন এবং স্থানীয় প্রশাসনকে অবিলম্বে আহতদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন ।
দেখুন ভিডিও :-
প্রসঙ্গত,বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ । গ্যাস এবং খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলটি বিগত আট দশক ধরে জবরদখল করে রেখেছে পাকিস্তান । পাকিস্তানের অঞ্চলগুলির মধ্যে বেলুচিস্তান সব থেকে বেশি বঞ্চনার শিকার । এখানে দারিদ্রের হার সবথেকে বেশি । তাই পাকিস্থানের কবল থেকে বেলুচিস্তানকে মুক্ত করতে কয়েক দশক ধরে স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাচ্ছে বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) যোদ্ধারা । আর সেই আন্দোলন দমন করতে বেলুচিস্তানের নাগরিকদের উপর অমানিক নির্যাতন চালিয়ে যাচ্ছে পাকিস্থানের সেনাবাহিনী । সম্প্রতি কট্টরপন্থী সংগঠন তেহেরিক এ তালিবানের সঙ্গে জোট বেঁধে জোরদার আন্দোলন শুরু করেছে বিএলএ ।।