এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২০ জানুয়ারী : চুলের বিনুনি দিয়ে ঢাকা বক্ষ যুগল, পরতে কালো অন্তর্বাস, পায়ে কালো জুতো-নতুন রুপে সোশ্যাল মিডিয়ায় আবির্ভুত হলেন মুম্বাইয়ের গ্লামার গার্ল উরফি জাভেদ । ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিউটি কুইন’ । সাহসি পোশাকের জন্য পরিচিত উরফিকে তাঁর পোশাকের জন্য সমালোচনার শিকার কম হতে হয় না । এমনকি মৌলবাদীদের তীব্র কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে । কিন্তু এত সমালোচনা সত্ত্বেও দমানো যায়নি উরফিকে । প্রতিবারই সোশ্যাল মিডিয়ায় ওই সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন নিজস্ব ভঙ্গিতে ।
দিন তিনেক আগে তিনি টুইট করেছিলেন,’আমি মোটেও ধার্মিক নই কিন্তু আমি গুরুদুয়ারর ধারণা পছন্দ করি। ধর্ম, বর্ণ, লিঙ্গ, বর্ণ, সম্পদ নির্বিশেষে মানুষকে খাওয়ানো। শিখরা এখনও এমন ভক্তি সহ লঙ্গর করে যা প্রশংসনীয় এবং সম্মানের যোগ্য।’ গত ১৪ জানুয়ারী তিনি কয়েকটি প্রাচীন রমনী মূর্তি পোস্ট করে সমালোচকদের জবাব দিয়ে লিখেছিলেন,’প্রাচীন হিন্দু নারীরা এভাবেই সাজতেন। হিন্দুরা উদার ছিল, শিক্ষিত ছিল, মহিলাদের তাদের পোশাক বেছে নেওয়ার অনুমতি ছিল, খেলাধুলা, রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তারা লিঙ্গ এবং মহিলা শরীরের বিষয়ে ইতিবাচক মানুষ ছিল । প্রথমে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানুন।’
একই দিনে আরও একটি পোস্টে হিন্দু সমালোচকদের উদ্দেশ্যে তিনি লেখেন,’একদিকে তারা হিন্দু রাষ্ট্র চায়, অন্যদিকে নারীদের পোশাক নিয়ন্ত্রণে তালেবানী বিধি প্রয়োগ করতে চায়। হিন্দু ধর্ম যা প্রাচীনতম ধর্ম, নারীদের প্রতি অত্যন্ত উদার বলে পরিচিত। তাহলে আপনি কোন সংস্কৃতির কথা বলছেন ?’