এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২০ জানুয়ারী : শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত “পাঠান” ছবির “বেশরম রঙ” গান নিয়ে আপত্তি তুলেছেন দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ । বিশেষ করে দীপিকার গেরুয়া রঙের বিকিনি পরে অভিনয় নিয়ে আপত্তি উঠছে । গেরুয়া রঙের মর্যাদা হানির অভিযোগ তুলে ছবিটি বয়কটের ডাক দেওয়া হয়েছে । কিছুদিন আগে আমেদাবাদের আলফা ওয়ান মলে পাঠান ছবির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছিল । এদিকে আগামী ২৫ জানুয়ারী ছবিটি মুক্তি পাওয়ার কথা । তার আগে পাঠান ছবি বয়কটের ডাক আরও তীব্র হয়ে উঠেছে । ডঃ প্রাচী সাধ্বী টুইট করেছেন, ‘সনাতনীদের যা করতে হবে করো, এখন পাঠান ফিল্ম গোটা ভারতে কোনো অবস্থাতেই চলতে দেওয়া হবে না ।’
অন্যদিকে গুজরাটের হিন্দু পরিষদের জাতীয় সভাপতি এবং করণী সেনার প্রাক্তন জাতীয় প্রচারক সানি শাহ ওরফে তৌজি গুজরাটের সমস্ত থিয়েটার মালিকদের জন্য সতর্কবার্তা জারি করেছেন । সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে তিনি হুঁশিয়ারি দিয়েছেন,’আমি গুজরাট রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহ মালিকদের বলতে চাই,’যদি আপনি আপনার প্রেক্ষাগৃহে “পাঠান” ছবি দেখান বা এর পোস্টারও দেখা যায়, তাহলে আপনার থিয়েটার ভাংচুর করা হবে, ব্যানার ভাঙ্গা হবে । চেয়ার ভাঙ্গলে বা আপনার থিয়েটার জ্বালিয়ে দেওয়া হলে দায়িত্ব আপনার । কারণ এই ছবিতে হিন্দু ধর্মের অনুভূতিকে বাণিজ্যিকীকরণ করা হয়েছে এবং আমরা এমন কোনো বাণিজ্যিক কার্যক্রম চলতে দেব না।’ তিনি আরও বলেছেন,’আপনাদের নাটক বন্ধ না হলে আমাদেরও নাটক করতে হবে এবং আমরা নাটকে নামলে মানুষ আমাদেরকে ‘গেরুয়া সন্ত্রাসী’ বলবে । এসব নাটক বন্ধ করার জন্য ‘গেরুয়া সন্ত্রাসী’ শব্দটি শুনতে হলেও আমারা শুনবো । আমি আবারও বলছি, আমি যদি একবার বক্তব্য দিই তার সমালোচনা হবে ঠিকই, তারপর থিয়েটারের যে অবস্থা হবে তার দায় আমাদের থাকবে না ।’
এদিকে সানি শাহের এই ভিডিও প্রকাশ্যে আসার পর পুলিশ তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে । গুজরাটের মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন সভাপতি মনু প্যাটেল বলেন, পাঠান ছবির বিতর্ক নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আমাদের একটি প্রতিনিধি দল দেখা করে সুরক্ষার ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছে । স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থিয়েটারগুলিতে সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছেন।’ তাঁর কথায়,’অনেকদিন পর একটি ভালো ছবি এসেছে । গুজরাটের সব প্রেক্ষাগৃহ এই ছবিটি দেখানোর জন্য আমরা প্রস্তুত ।’।