এইদিন ওয়েবডেস্ক,আজমগড়,২০ জানুয়ারী : বন্দিদের সাথে কারাগারে দেখা করতে যাওয়ার নাম করে বোরখার আড়ালে গাঁজা সরবরাহ করত মহিলারা । সন্দেহ হওয়ায় মহিলা পুলিশ তাদের তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বেশ কিছু গাঁজা । ঘটনাটি উত্তরপ্রদেশের আজমগড়ের মন্ডল জেলা কারাগারের । পুলিশ ওই চার মহিলাকে গ্রেফতার করেছে । ধৃতদের নাম শাবানা, শবনম, শাহনাজ ও মদিনা । অভিযুক্তের বিরুদ্ধে আইপিসির একাধিক ধারা এবং এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে । পাশাপাশি কারাগারে থাকা বন্দি আরমান ও ইসমাইলকেও এই মামলায় আসামি করা হয়েছে বলে জানা গেছে । আজমগড়ের এসপি শৈলেন্দ্র লাল জানান, ওই ৪ জন মহিলার সন্দেহজনক গতিবিধি দেখে মহিলা কনস্টেবলদের দিয়ে তাদের তল্লাশি চালানো হয়েছিল । তখন চার মহিলার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় । মহিলাদের গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান ।
পুলিশ সূত্রে খবর,আজমগড়ের মন্ডল জেলা কারাগারে বন্দি আরমান ও ইসমাইলের সঙ্গে প্রায়ই সাক্ষাৎ করতে যেত ধৃত চার মহিলা । মহিলারা সাধারণত বোরখা পরেই যেত । বন্দিরা তাদের গাঁজা পৌঁছে দেওয়ার জন্য বলেছিল । তখন মহিলারা বোরখার ভিতরে গাঁজা লুকিয়ে এনে তাদের সরবরাহ করত । কিন্তু ঘনঘন বন্দিদের সঙ্গে দেখা করতে যাওয়ায় সন্দেহ হয় জেল কর্তৃপক্ষের । পরে জেল কর্তৃপক্ষের তরফে বিষয়টি স্থানীয় থানায় জানানো হয় । এরপর পুলিশ চার মহিলাকে তল্লাশি চালাতেই বোরখার আড়ালে বন্দিদের গাঁজা পাচারের বিষয়টি প্রকাশ্যে আসে । পুলিশের অনুমান,এর পিছনে একটি বড়সড় চক্র কাজ করছে । চক্রের বাকিদের চিহ্নিত করতে ধৃত মহিলাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।