প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ জানুয়ারি : মোটর ভেহিক্যাল এনফোর্সমেন্ট আধিকারিকদের গাড়ি লক্ষ করে চললো গুলি ।গুলি গাড়ি ভেদ করে ভিতরে যেতে না পাওয়ায় রক্ষা পেয়ে যান আধিকারিকরা। বুধবার গভীর রাতে ভয়াবহ এই দুস্কৃতি হামলার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের এস টি কে কে রোডে পূর্বস্থলী বড়ডাঙ্গা সংলগ্ন এলাকায় ।ঘটনার খবর পেয়েই পূর্বস্থলী থানার পুলিশ পিছু ধাওয়া করে নম্বার বিহীন একটি দামি চারচাকা গাড়ি ও গাড়িতে সওয়ার থাকা দুই দুস্কৃতিকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম শান্তনু মজুমদার ও পিকলু রায়।ধৃতদের এক জনের বাড়ি পূর্বস্থলীর কলেজ পাড়ায় । অপর জন পারুলিয়া এলাকার বাসিন্দা।ধৃতদের ব্যবহৃত দামি চারচাকা গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ গুলি চালানোর কারন নিয়ে তদন্ত শুরু করেছে।তদন্তে নেমে পুলিশ একটি গুলির খোল উদ্ধার করলেও পুলিশ এখনও আগ্নেয়াস্ত্রটির হদিশ উদ্ধার করতে পারেনিএদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোটর ভেহিক্যাল এনফোর্সমেন্ট আধিকারিক মহলে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। এলাকার বাসিন্দাদের কথায় জানা গিয়েছে ,শান্তনু মজুমদার কয়েকটি ডাম্পার রয়েছে।বালি,পাথর সরবরাহের সেইসব ডাম্পার তিনি ব্যবহার করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস বলেন, এমভিআইয়ের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।আজ একজনকে আদালতে তুলে পুলিশ হেপাজতে নেওয়া হয়।কি কারণে গুলি চালানো হল তার তদন্ত শুরু হয়েছে।’
পুলিশ ও এমভিআই দফতর সূত্রে জানা গিয়েছে কালনার এমভিআই আধিকারিক প্রীতম কর্মকার ও অভিজিৎ ঘোষের নেতৃত্বে একটি টিম বুধবার রাতে রোডে ওভারলোডিং গাড়ি চলাচলের বিষয়টি তা খতিয়ে দেখতে বেরিয়ে ছিলেন। নাকা চেকিং ও রুটিন চেকআপের সময় এম ভি আই আধিকারিকরা একটি চারচাকা গাড়িতে চড়ে
কাটোয়ার দিকথেকে পূর্বস্থলীর দিকে আসছিলেন।
পথে বটডাঙ্গার কাছে,একটি চারচাকা গাড়িতে থাকা দুস্কৃতিরা এম ভি আই আধিকারিকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে উধাও হয়ে যায়।এআরটিও সৌমেন নন্দী এদিন জানিয়েছেন, ’মোটর ভেহিক্যাল এনফোর্সমেন্টের আধিকারিকরা বুধবার রাতে নাকা চেকিং ও রুটিন চেকআপে বেরিয়ে ছিলেন। ।গাড়িতে চালক,দুই পুলিশ কনস্টেবল ও আধিকারিক মিলিয়ে ৬ জন ছিলেন।সামনের দিক থেকে এমভিআই আধিকারিকদের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতিরা গুলি ছুড়ে উধাও হয়ে যায় । সেই গুলি গাড়ির সামনে উইন্ড স্ক্রিনের নিচে মেটালিক বডিতে লাগলে জায়গাটি গর্ত হয়ে হয়ে যায়।পাশাপাশি আরও গুলি চালানোর শব্দ পান বলে আধিকারিকরা জানান।এর কিছুক্ষণের মধ্যেই আরও একটি চারচাকা গাড়ি এমভিআই আধিকারিকদের গাড়ির পিছু নেয়।এআরটিও সৌমেন নন্দী জানিয়েছেন,এই ঘটনা নিয়ে তাঁরা পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করেছেন।পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে।সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ বৃহস্পতিফার ধৃত শান্তনুকে কালনা আদালতে পেশ করে পুলিশি হেপাজতে নেবার আবেদন জানায় ।বিচারক ধৃতকে পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। শান্তনু যদিও নিজেকে নির্দোশ বলে দাবি করেছে
ওভারলোড গাড়ি ধরতে বের হওয়া এমভিআই আধিকারিক অভিজিৎ ঘোষ এদিন বলেন,,’রোডে চলাচল করা ওভারলোডিং গাড়ি ধরতে আমরা বুধবার রাতে রুটিন চেক আপে বেরিয়ে ছিলেন। আচমকা রাত ডেড়টা নাগাদ একটি চারচাকা গাড়ি থেকে আমাদের গুলি লক্ষকরে গুলি ছুড়ে দুস্কৃতিরা কাটোয়ার দিকে পালিয়ে যায় । গুলি গাড়ির বডিতে লাগায় আমরা রক্ষা পেয়ে যাই। এর খানিক পরেই দেখি অপর একটি চার চাকা গাড়ি আমাদের গাড়ির পিছুও নেয়“। অপর এমভিআই আধিকারিক প্রীতম কর্মকার বলেন,’দুস্কৃতিদের ছোড়া একটি গুলি আমাদের গাড়িতে লাগে।এছাড়ও আরও গুলি চালানোর শব্দ আমরা পাই।’ আধিকারিকরা এমনটা জানালেও কোন গাড়ি থেকে গুলি ছোড়া হয়েছিল সেটা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় ।তার জন্য পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থল ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে।।