এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ মার্চ : ব্যবসায়ীকে মাঝ রাস্তায় আটকে মারধর করার পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতদের নাম খাইরুল শেখ ও স্বপন শেখ । বামশোর গ্রামের বাসিন্দা ওই দু’জনকে বুধবার ভোরে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের এদিন বর্ধমান আদালতে তোলা হয় ।
গত সোমবার রাতে বামশোর গ্রামের বাসিন্দা কৌশিক সাহা নামে এক ব্যাবসায়ীকে ভুমশোর গ্রামের পাশে ক্যানেলবাঁধের রাস্তায় আটকে মারধর করার পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ ৬৫ হাজার টাকা, তিনটি স্মার্টফোন, সোনার লকেট ছিনতাই করে তিন দুস্কৃতীর দল । ঘটনার পর কৌশিকবাবু বিষয়টি ভাতার থানায় জানালে ওদিন রাতেই মদন শেখ ও বাপ্পা মাঝি নামে মঙ্গলকোটের বাসিন্দা দুই দুস্কৃতীকে গ্রেফতার করে পুলিশ । তাদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার পর জেরা করে পুলিশ খাইরুল শেখ ও স্বপন শেখের নাম জানতে পারে । কালুত্তক বাসস্ট্যান্ডে বাদশাহী রোডের পাশে খাইরুলের একটি চায়ের দোকান রয়েছে বলে জানা গেছে ।
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে,ওই চায়ের দোকানে যাতায়ত ছিল মদন শেখ ও বাপ্পা মাঝিদের । কমিশনের বিনিময়ে তাদের খবরাখবর দিত খাইরুল ও স্বপন । তারাই কৌশিক সাহা নামে ওই ব্যাবসায়ী সম্পর্কে যাবতীয় খবরাখবর দুষ্কৃতি চক্রের কাছে দিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ । ধৃত দুষ্কৃতিদের কাছ থেকে এই তথ্য জানতে পারার পর এদিন ভোরে এলাকা থেকে খাইরুল ও স্বপনকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে ।।