দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ জানুয়ারী : শিশুসন্তানকে আছাড় মারার প্রতিবাদ করায় বধুকে ঘরে আটকে রেখে বেদম মারধরের অভিযোগ উঠল মদ্যপ স্বামীর বিরুদ্ধে । বৃহস্পতিবার এনিয়ে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাহিনা বেগম নামে ওই গৃহবধু । তাঁর স্বামী আরসাদ আয়ূবকে খুঁজছে পুলিশ । জানা গেছে,ভাতার থানার কালুত্তক গ্রামে বাপের বাড়ি সাহিনা বেগমের । কালনা থানার রসুলপুর গ্রামের বাসিন্দা পেশায় মোটরভ্যান চালক আরসাদ আয়ূবের সঙ্গে বছর দশেক আগে দেখাশোনা করে বিয়ে হয় তাঁর । তাঁদের দুই ছেলে । বড় ছেলে নয় বছরের। ছোট ছেলের বয়স দুই বছর ।
সাহিনা বেগম জানিয়েছেন,বিয়েতে ৫ ভরি সোনার গহনা ও নগদ এক লক্ষ টাকা নগদসহ দানসামগ্রী যৌতুক হিসাবে দেওয়া হয়েছিল । কিন্তু তাঁর স্বামী মদের নেশায় আসক্ত । প্রতিদিন সন্ধ্যায় মদপান করে বাড়ি ফিরে তাঁকে ও সন্তানদের ব্যাপক মারধর করতো । মঙ্গলবারেও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে খুটিনাটি বিষয় নিয়ে তার সঙ্গে ঝামেলা শুরু করে দেয় তার স্বামী । সেই সময় তার ছোট ছেলে কান্নাকাটি শুরু করলে তাকে তুলে মাটিতে আছাড় মেরে দেয় । তিনি প্রতিবাদ করলে তাকে একটি ঘরে ঢুকিয়ে ব্যাপক মারধর করে আরসাদ আয়ূব ।
জানা গেছে, পরের দিন সকালে সন্তানদের নিয়ে বাপের বাড়ি কালুত্তক গ্রামে চলে আসেন সাহিনা বেগম । এদিন তাঁর মায়ের সঙ্গে ভাতার থানায় এসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ।।