এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৯ জানুয়ারী : ‘মোদি সরকার ইমানদার সরকার,আর আপনার সরকার বেইমান সরকার’ – বৃহস্পতিবার নদীয়ার বেথুয়াডহরীতে দলীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দূর্নীতি ইস্যুতে এই ভাষাতেই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে তুলোধুনো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । তিনি বলেন, ‘এখানে আবাস যোজনার অনুদানও খেয়ে নিচ্ছে । শৌচালয়ের অনুদানও খেয়ে নিচ্ছে । দুঃখের বিষয় একশ দিনের কাজে(এমজিএনআরইজিএ) দূর্নীতি হয়েছে । দিদি আপনি বাংলার হাল একি করে রেখেছেন ? গরু খেয়েছে,বালি খেয়েছে,কয়লা খেয়েছে । খেতে কিছু বাকি রাখেনি । মোদীজি টাকা পাঠাচ্ছেন,আর আপনি দূর্নীতি করছেন? আর এই সমস্ত দূর্নীতির তদন্ত করলে আপনি বলছেন ভারত সরকার আমাদের শত্রু ? চুরি করবেন উলটে আবার মেজাজও দেখাবেন ?’ এরপর তিনি বলেন,’মোদি সরকার ইমানদার সরকার,আর আপনার সরকার বেইমান সরকার ।’
পাশাপাশি তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,’পদ্মে ভোট দিন,এদের ধরে জেলে পোরা হবে । মোদীজি লাল কেল্লায় বলেছেন দূর্নীতিবাজদের ছাড়বো না । জেলে ঢুকিয়ে ছাড়বো ।’ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষ করেন,’প্রধানমন্ত্রী আবাস যোজনার তদন্ত হলে গোঁসা হচ্ছে,বলছে আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না ।’
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিব্রত করা নিয়েও এদিন রাজ্যের শাসকদলের সমালোচনা করেন জে পি নাড্ডা । তিনি বলেন, ‘বিচারক বলছেন শুভেন্দু অধিকারীকে অকারন বিব্রত করা হচ্ছে । তার জন্য বিচার ব্যবস্থার বিরুদ্ধেই বিদ্রোহ করছে তৃণমূল সরকার ।’
এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নের পরিসংখ্যানও তুলে ধরেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । তিনি বলেন,’২০১৪ সালে ৯২ শতাংশ মোবাইল বাইরের দেশ থেকে আসতো । ২০২২ সালে ৯৭ শতাংশ মোবাইল ভারতে তৈরি হয়েছে । ভারত অন্য দেশে মোবাইল রপ্তানি করছে । এখন অ্যাপল মোবাইলে লেখা হয় মেড ইন ইন্ডিয়া । ডিফেন্সে ৩৬৪ শতাংশ এক্সপোর্ট করছে ভারত । অটোমোবাইলে ভারত জাপানকে সরিয়ে তৃতীয় নম্বরে । ৩ কোটি ৬০ লাখ আবাস যোজনায় ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী । গ্রামে গ্রামে রাস্তা তৈরি করে দিয়েছেন । গোটা দেশের মানুষকে করোনার ভ্যাকসিন দিয়েছেন ।’
শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জেপি নাড্ডার পরামর্শ ,’দিদি এত রাগ করো না । স্বাস্থ্যের জন্য ভালো নয় । শান্তির সঙ্গে চিন্তা করো । আর সংবিধান মেনে কাজ করো ।’ সেই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে উপদেশ দেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয় । ভগবান আপনাকে সূযোগ দিয়েছেন । মানুষের সেবা করুন । সংবিধান মেনে চলুন ।’ এদিন বেথুয়াডহরীর জুনিয়র ইস্ট বেঙ্গল ময়দানে বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ প্রমুখ ।।