এইদিন ওয়েবডেস্ক,কোল্লাম(কেরালা),১৯ জানুয়ারী : ‘কাফের’দের হিটলিস্ট তৈরি করা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হয়ে কাজ করা কেরালার এক সাংবাদিককে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃতের নাম মহম্মদ সাদিক(Mohammad Sadiq)। সে কেরালার মান্নেঝাথু থাট্টার বাসিন্দা। এনআইএ জানিয়েছে যে মহম্মদ সাদিক সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা সন্ত্রাসবাদী সংগঠনের অধীনে একজন ‘প্রতিবেদক’ হিসাবে কাজ করছিল। ‘অমুসলিম’ নেতাদের হত্যার তালিকা তৈরি করা দায়িত্ব ছিল তার উপর । হিটলিস্ট তৈরির পর সে তালিকাটি সংগঠনের হিট স্কোয়াডকে হস্তান্তরিত করত ।
ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার কোল্লাম জেলার চাভারায় সাদিকের ঠেকে অভিযান চালিয়ে বেশ কিছু সন্দেহজনক নথি,পাসবুক, ইলেকট্রনিক ও ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করে এনআইএ । সেগুলি পরীক্ষা করার পরে সাদিককে প্রায় ৩৮ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় । শেষে বুধবার গ্রেফতার করা হয় ওই সন্ত্রাসবাদীকে ।
তদন্তে এনআইএ জানতে পেরেছে শুধু হিটলিস্ট তৈরিই নয়,জিহাদের আড়ালে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালিয়ে ভারতে ইসলামিক শাসন প্রতিষ্ঠার (গজবা-এ-হিন্দ) ষড়যন্ত্রেও জড়িত ছিল মহম্মদ সাদিক । এমনকি মুসলিম যুবকদের মগজ ধোলাই করে লস্কর-ই-তৈয়বা এবং ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিতে প্ররোচিত করত । সন্ত্রাসবাদে অর্থায়নের মামলার তদন্তে নেমে সম্প্রতি ওই সন্ত্রাসবাদী সংগঠনের রাজস্থানের একটি ঠেকে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছিল এনআইএ । তাদের জেরা করে মহম্মদ সাদিকের নাম সামনে আসে বলে জানা গেছে ।।