এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১৯ জানুয়ারী : ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়ার পর জম্মু-কাশ্মীরে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে । জম্মু-কাশ্মীরের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের উপর জোর দিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার । সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ও সন্ত্রাসবাদ উল্লেখযোগ্য ভাবে কমে গেছে উপত্যকায় । পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির কর্তৃত্ব খর্ব হয়ে গেছে । কিন্তু এটা মেনে নিতে পারছেন না ওই সমস্ত গোষ্ঠী, পিডিপি-ন্যাশানাল কনফারেন্সের মত পাকিস্থানপন্থী এবং নরেন্দ্র মোদী বিরোধী দলগুলি ।
জম্মু-কাশ্মীর সমস্যা যখন চিরস্থায়ী সমাধানের দিকে এগুচ্ছে তখন পাকিস্থানের সঙ্গে এনিয়ে আলোচনার জন্য জোরদার দাবি তুলেছেন ন্যাশানাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা ও কংগ্রেসপন্থী প্রাক্তন ‘র'(RAW) প্রধান অমরজিৎ সিং দুলাতরা । এবার জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফেরানোর দাবি করে বসলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি । বুধবার দুবাই-ভিত্তিক আল আরাবিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,’কাশ্মীর সমস্যার সমাধান সংবিধানের কাঠামোর মধ্যে রয়েছে । তবে যে কোনও পুনর্মিলনের সূচনা বিন্দু হতে হবে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা এবং রাজ্যের পুনরুদ্ধার ।’ তাঁর কথায়,’জম্মু ও কাশ্মীরে পুনর্মিলন ছাড়া আর কোন উপায় নেই । তবে এর সূচনা হিসাবে পূর্ববর্তী রাজ্য থেকে যা কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে তা পুনরুদ্ধার করতে হবে ।’ সাক্ষাৎকারে কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মেহবুবা মুফতি ।
তিনি আরও দাবি করেন,’আমরা চাই দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হোক এবং সীমান্তের ওপারে আরও রুট খুলে দেওয়া হোক এবং সেখানে অবাধ চলাচল এবং বাণিজ্যও হওয়া উচিত ।’ কিন্তু পাকিস্তান পরিচালিত সন্ত্রাসবাদ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি ।।