এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৩ মার্চ : বিজেপির দেওয়াল লিখনের উপর পোস্টার সাঁটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পখন্না পঞ্চায়েতের তাজপুর এলাকায় । খবর পেয়ে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । মঙ্গলবার সন্ধ্যায় এই সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন বলে খবর । উত্তেজনা থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী ।
স্থানীয় সূত্রে জানা গেছে ,আগামী ৭ মার্চ ব্রিগেডে বিজেপির জনসভা রয়েছে । ওই সভায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাই সমাবেশের সমর্থনে কয়েকদিন ধরেই তাজপুর এলাকায় দেওয়াল লিখন করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা । কিন্তু সেই দেওয়াল লিখনের উপরেই তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁদের দলীয় পোস্টার সাঁটিয়ে দেয় বলে অভিযোগ ।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি কর্মীরা ওই সমস্ত পোস্টারগুলি সরাতে গেলে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে প্রথমে বচসা বাধে । তা থেকে ক্রমে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । সংঘর্ষে হরেন বাগদি , নরেন বাগদি এবং গৌতম বাগদি নামে তিন বিজেপি কর্মী ও কার্তিক বাউরি , আছিরুল মণ্ডল , কালিপদ বাউরি , নজরুল মন্ডল নামে চার তৃণমূল কর্মী সমর্থক জখম হন । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
আহত তিন বিজেপি কর্মীকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হয় । তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর হওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । অন্যদিকে তৃণমূলের চার কর্মীকে পখন্না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । যদিও তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় ।।