এইদিন ওয়েবডেস্ক,দোহা,১৮ জানুয়ারী : তালিবানের কর্মকাণ্ডকে ‘হতাশাজনক’ বললেন কাতারের বিদেশমন্ত্রী । তবে তিনি জানান,তা সত্ত্বেও তালিবানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে কাতার । মঙ্গলবার “দাভোস সুইজারল্যান্ড” অর্থনৈতিক বৈঠকের ফাঁকে কাতারের বিদেশমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন যে তালিবানের সাম্প্রতিক পদক্ষেপগুলি “খুবই হতাশাজনক”। কিন্তু দোহা আফগানিস্তানে পরিবর্তন আনার জন্য চেষ্টা চালিয়ে যাবে । তবে তিনি উল্লেখ জানিয়েছেন যে যদিও তালিবানদের সাথে জড়িত হওয়া খুব একটা সহজ কাজ হবে না । তবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।
কাতারের বিদেশমন্ত্রী বলেছেন তার দেশ কান্দাহারে তালিবান কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য অন্যান্য ইসলামিক দেশের সাথে আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে । উল্লেখ্য, আফগানিস্তানে মেয়ে এবং মহিলাদের শিক্ষা এবং কাজের উপর তালিবানের নিষেধাজ্ঞায় দেশ এবং বিদেশে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি এসেছে । তার উপর প্রকাশ্যে শাস্তি কার্যকর করার তালিবানের বর্বরোচিত সিদ্ধান্তের নিন্দায় সরব হয়েছে বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন দেশগুলি ।।