দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৭ জানুয়ারী : মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বেণীনগর গ্রামে তাঁত শিল্পীদের হাতের কাজ দেখে গেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন ডিজাইনার সুকেট ধীর, চলচ্চিত্র নির্মাতা রাণু ঘোষ এবং ফ্রান্সের বাসিন্দা ইলাস্ট্রেটর সেইন অলিভিয়া । ওই দলটির সঙ্গে বেণীনগর গ্রামে তাঁতশিল্পীদের বাড়ি বাড়ি ঘুরে তাঁতের কাজ দেখেন অভিজিৎবাবু । কিভাবে হ্যাণ্ডলুমে কাপড় তৈরি হচ্ছে এবং কাঠের যন্ত্রপাতিগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তিনি । পাশাপাশি তাঁতশিল্পীদের সুবিধা অসুবিধা ও আয়ের বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি ।
কেতুগ্রামের বেণীনগর গ্রামের তাঁতশিল্পের পরম্পরা বহু বছরের । গ্রামের সিংহভাগ পরিবার এই পেশার সাথে যুক্ত । বেণীনগর গ্রামে তৈরি কাপড় দেশের বিভিন্ন রাজ্যে সরবরাহ হয় । বেণীনগর গ্রামের তাঁতশিল্পী বাসুদেব সিনহা বলেন,’আমাদের গ্রামের তৈরি কাপড় দিল্লির এক ডিজাইনারের কাছে বিক্রি করা হয় । তিনি ওই সমস্ত পোশাক প্যারিসে একটি প্রদর্শনীতে নিয়ে গিয়েছিলেন । সেখানে অভিজিৎবাবুকে একটি জামা উপহার দেওয়া হয়েছিল । তখন তিনি জানতে পারেন জামার কাপড়টি আদপে কেতুগ্রামের বেণীনগর গ্রামে তৈরি । এরপর তিনি আমাদের গ্রামে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিজিৎবাবু ।’
গতবছর নভেম্বর মাসেও একবার বেণীনগর গ্রামে ঘুরে গিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ । এদিন সকালে চারজনকে সঙ্গে নিয়ে ফের বেণীনগর গ্রামে আসেন । বাসুদেববাবুর বাড়িতেই তাঁদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছিল । ফিরে যাওয়ার আগে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার তাঁতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে চেষ্টা করছি ।’।