এইদিন ওয়েবডেস্ক,কান্দাহার,১৭ জানুয়ারী : নৃশংসতার সমস্ত সীমা অতিক্রম করছে দুই মুসলিম রাষ্ট্র ইরানের সরকার ও আফগানিস্তানের তালিবানরা । ইরান সরকার ইতিমধ্যে প্রকাশ্য রাজপথে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে । এবার ভরা স্টেডিয়ামের মধ্যে মৃত্যুদণ্ড, হাত কেটে ও বেত্রাঘাত করে বেশ কয়েকজনের শাস্তি কার্যকর করল সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । মঙ্গলবার কান্দাহার প্রদেশের একটি স্টেডিয়ামে ওই সমস্ত লোকেদের শাস্তি কার্যকর করা হয় । তালিবানের আমন্ত্রণে যথারীতি প্রচুর মানুষ জড়ো হয়েছিল শাস্তি দেখার জন্য ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,চুরির দায়ে গ্রেপ্তার হওয়া ৪ জনের হাত কেটে দেওয়া হয়েছে এদিন । প্রাক বৈবাহিক সম্পর্ক এবং ফৌজদারি অপরাধের জন্য গ্রেপ্তার হওয়া ৫ জনকে ৩৮ বার করে বেত্রাঘাত করা হয়েছে । হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া ফারাহ প্রদেশের এক বাসিন্দাকে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ।
আফগানিস্তানের উত্তর-পূর্বের বাদাখশান প্রদেশের সূত্র বলছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে তালিবানরা এই প্রদেশের শাহদা জেলার কেন্দ্রে একটি ছেলে ও একটি মেয়েকে পিটিয়ে হত্যা করেছে । প্রসঙ্গত,কান্দাহার হল তালেবান শাসনের অন্যতম প্রধান কেন্দ্র ৷ ফলে এখানে এই গোষ্ঠীর নেতার উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে বেশি । এই প্রথম এখানে অভিযুক্তদের হাত জনসমক্ষে কেটে ফেলা হল ।।