এইদিন ওয়েবডেস্ক,গোপালগঞ্জ,১৭ জানুয়ারী : জিহাদিদের অত্যাচারে সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসে একটি হিন্দু পরিবার । ওই পরিবারের এক যুবকের একটি ফেসবুক পোস্টকে ঘিরে বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি গ্রামে তার আত্মীয়দের ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালালো কট্টরপন্থী মুসলিমরা । ভাঙচুরকারীদের অভিযোগ তাদের নবী সম্পর্কে নাকি কটুক্তি করেছেন ওই যুবক । আর সেই অভিযোগ তুলে রবিবার সন্ধ্যা ৭ টা থেকে কয়েক ঘন্টা ধরে কার্যত তান্ডব চালায় কয়েক’শ ধর্মোন্মাদদের দল । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে স্থানীয় হিন্দুরা । তাঁরা প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন।
বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে,গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের উত্তর কান্দি গ্রামের বাসিন্দা অনাদী অধিকারী নামে এক হিন্দু ব্যক্তি স্থানীয় মুসলিমদের অত্যাচারে পরিবার নিয়ে ভারতে পালিয়ে আসেন । তাঁর ছেলে আবির অধিকারী (২৫) সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে মুসলিমদের নবীকে নিয়ে একটি পোস্ট করেছিলেন । আর ওই পোস্টকে ঘিরে গোপালগঞ্জ ছাড়াও পাশ্ববর্তী বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলাগ্রামসহ আশপাশের একাধিক গ্রামের হাজার খানেক ধর্মোন্মাদের দল উত্তর কান্দি গ্রামে আবির অধিকারীর আত্মীয় মাখনলাল অধিকারী, পলাশ অধিকারী ও সন্তোষ অধিকারীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় । করগেটের ছাউনি এবং করগেট দিয়ে ঘেরা ঘরগুলি ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় ।
আবিরের খুড়তুতো ভাই সৌরভ অধিকারী বলেন, ‘আবির ফেসবুক কি লিখেছে তা আমরা জানিনা । রবিবার সন্ধ্যায় হঠাৎ করে ৫০০-৬০০ লোক এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এই বাড়িতে আমরা ৫টি পরিবার বসবাস করছি । এই তীব্র ঠান্ডায় এবার আমরা কোথায় যাবো জানিনা ।’
কোটালীপাড়া থানার ওসি মহম্মদ জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । বর্তমানে এলাকার পরিস্তিতি শান্ত রয়েছে । আক্রান্ত পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কোন অভিযোগ জানানো হয়নি । অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে । তিনি আরও জানান,আবির অধিকারী ভারতে থাকার কারণে আপাতত তার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না।
জানা গেছে,বছর সাতেক আগে কান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ভারতে এক আত্মীয়ের বাড়িতে চলে আসেন আবির । মাস তিনেক আগে আবিরের মা ও ভাই বোনও দেশত্যাগ করেন । ঘরবাড়ি,জমিজমা বিক্রি করে সপ্তাহ খানেক আগে আবিরের বাবা অনাদী অধিকারীও পালিয়ে এসেছেন ভারতে ।।