এইদিন ওয়েবডেস্ক,চাঁদপুর,১৭ জানুয়ারী : একটি হিন্দু পরিবারের দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে অশান্তি চলছিল ৷ আর সেই সুযোগে এই ভাইয়ের জমি জোর করে দখল করে নিল বাংলাদেশের শাসকদল আওয়ামী লিগের এক ছাত্রনেতা ৷ ঘটনাটি বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়া থানার বাসাবাড়িয়া গ্রামের । অভিযুক্ত ছাত্রনেতা ইব্রাহিম মিয়া আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্রলীগের চাঁদপুর জেলার কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের শাখার আহ্বায়ক । ইব্রাহিম মিয়া সহ কয়েকজনের বিরুদ্ধে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তম সরকার । কচুয়া থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ ইব্রাহিম খলিল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,বাসাবাড়িয়া গ্রামের বাসিন্দা উত্তম সরকারের সঙ্গে তার ভাই সুশীল সরকারের মধ্যে একটি পৈতৃক জমি নিয়ে বেশ কিছু দিন ধরে অশান্তি চলছিল । তার জেরে ভাই সুশীলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন উত্তম । পরে স্থানীয় ব্যক্তিদের মধ্যস্থতায় উত্তম সরকার তার ভাইকে ৩৪৮৩.৮ বর্গফুট জমি রেজিস্ট্রি করে দিলে অশান্তির নিষ্পত্তি হয় । এরপর অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিম মিয়া থানার অভিযোগ তুলে নেওয়ার কথা বলে উত্তমকে দিয়ে ৩ টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয় । গত শনিবার রাতের দিকে সে দলবল নিয়ে গিয়ে উত্তমের একটি জমি ভরাট করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দখল নিয়ে নেয় ।
উত্তম সরকার বলেন,’আমি নারায়ণগঞ্জে ছিলাম । খবর পেয়ে গ্রামে আসি । এসে এনিয়ে ইব্রাহিমকে জিজ্ঞাসা করলে সে বলে ওই জমি বিক্রি করে নাকি আমি টাকা নিয়েছি ওর মায়ের কাছে । এমনকি আমাকে হুমকিও দেয় ইব্রাহিম । এখন সে ফাঁকা স্ট্যাম্প পেপারগুলিকে কাজে লাগাচ্ছে । বুঝতে পারছি ফাঁকা স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে আমি কতবড় ভুল করে ফেলেছি ।’
অন্যদিকে অভিযুক্ত ইব্রাহীম মিয়ার দাবি,উত্তম জমি বিক্রি করার কথা বলে তার মা ফাতেমা বেগমের কাছে ৬ লাখ ৯০ হাজার টাকা নিয়েছিল । স্ট্যাম্প পেপারে স্বাক্ষরও করেছে উত্তম । সেই কারনে আমি উত্তমের সম্পত্তি বেড়া দিয়ে ঘিরে দিয়েছি ।’ এদিকে একই দাবি করেছেন ফাতেমা বেগমও । যদিও স্থানীয় হিন্দুদের দাবি,উত্তম সরকারের ওই জমির দখল নিতে নিজের মাকে এগিয়ে দিয়ে পরিকল্পিত চক্রান্ত করছে ইব্রাহীম মিয়া । তারা আরও জানান, হিন্দু পরিবারের অশান্তিকে কাজে লাগিয়ে এভাবে সম্পত্তি দখল করে নেওয়ার অসংখ্য নজির আছে বাংলাদেশে । যদিও এযাবৎ তার কোনোটিরও মিমাংসা হয়নি ।।