এইদিন ওয়েবডেস্ক,ভাতার,০২ মার্চ : ভাতারে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল গোয়ালঘর । গ্রামবাসীদের তৎপরতায় গবাদি পশুদের বাঁচানো সম্ভব হলেও ভস্মীভূত হয়ে গেছে গোয়ালের যাবতীয় সামগ্রী । মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে ভাতার থানার কুমরুন গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকলবাহিনী । শেষে দমকলের একটি ইঞ্জিন রাত্রি নাগাদ আগুন নিয়ন্ত্রনে আনে । অগ্নিকান্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গোয়াল মালিকের ।
জানা গেছে,কুমরুন গ্রামের বাসিন্দা পেশায় কৃষক কালীদাস মল্লিকের গোয়ালে এদিন সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে । বাড়ির পাশেই রয়েছে তাঁর গোয়ালঘরটি । স্থানীয় সুত্রে জানা গেছে, মাটির দেওয়াল অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া প্রায় ৯০ ফুট লম্বা গোয়ালঘর কালীদাসবাবুর । তাঁর ৬ টি গরু রয়েছে । পাশাপাশি গোয়ালঘরটিকে তিনি গোডাউন হিসাবেও ব্যাবহার করতেন । গোয়ালে প্রচুর পরিমানে জ্বালানি, ধান জমিতে ছড়ানোর জন্য বেশ কয়েক বস্তা রাসায়নিক সার ছাড়াও বেশ কিছু সামগ্রী রাখা হয়েছিল ।
স্থানীয় সুত্রে খবর, এদিন সন্ধ্যা নাগাদ গোয়াল ঘরের ভিতরে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা । স্থানীয় লোকজন তৎপরতার সঙ্গে প্রথমে ৬ টি গরুকে গোয়াল থেকে বের করে আনেন । তার কিছুক্ষনের মধ্যেই সমগ্র গোয়ালটি দাউদাউ করে জ্বলতে শুরু করে । স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে । কিন্তু গোয়ালের ভিতরে রাখা রাসায়নিক সার ও জ্বালানিতে আগুন ধরে যাওয়ায় আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায় । এরপর খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । কিন্তু তার আগেই গোয়ালের ভিতরে রাখা যাবতীয় সামগ্রীসহ গোয়ালের অ্যাসবেস্টসের ছাউনি ও কাঠামো সম্পুর্ন ভস্মীভূত হয়ে যায় ।
জানা গেছে, মশার উপদ্রপ থেকে গবাদি পশুদের বাঁচাতে গোয়ালে ধোঁওয়া দেওয়া হয়েছিল । তা থেকেই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের । এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ।।