এইদিন ওয়েবডেস্ক,কিশোরগঞ্জ,১৬ জানুয়ারী : দেশের আসন্ন সাধারণ নির্বাচনে দলের হয়ে প্রচারে বেড়িয়ে প্রচুর পরিশ্রম হয়েছিল । তাই ক্লান্তি দূর করতে সহকর্মীদের সঙ্গে নিয়ে মদের দোকানে মদ্যপান করতে গিয়েছিলেন কয়েকজন রাজনৈতিক নেতা । কিন্তু সেই মদপানই কাল হল তাদের । মদপানের পর অসুস্থতা বোধ করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ৪ জনের । একজনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় । নিহতরা হলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭) ও জহির রায়হান জজ (৫৮), পৌর বিএনপির প্রাক্তন সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস (৪৫) এবং রিকশাচালক শাজাহান মিয়া (৫২)। কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,সারাদিন প্রচার সেরে রবিবার রাতে কুলিয়ারচরে একটি মদের দোকানে মদ্যপান করতে গিয়েছিলেন ওই ৫ জন নেতা । কিন্তু তারা মদ্যপান করে বাড়ি ফিরতেই বমির উপসর্গ শুরু হয় । পরিবারের সদস্যরা তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে । কিন্তু সোমবার সকালে একের পর এক তারা হাসপাতালে মারা যান। অন্যদিকে হাবিবুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকায় স্থানান্তরিত করা হয় । বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে । পরিবারের অনুমান বিষ মদ খেয়েই ৪ জনের মৃত্যু এবং একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে । কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ গোলাম মোস্তফা জানান, নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।