এইদিন ওয়েবডেস্ক,বুরকিনা ফাসো,১৬ জানুয়ারী : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় ইসলামি জিহাদিরা প্রায় ৬০ জন মহিলাকে অপহরণ করেছে। তীব্র খাদ্য সংকটের কারণে মহিলাদের একটি দল বনে গিয়েছিল শুকনো পাতা ও বন্য ফল সংগ্রহ করতে । আর তখনই জিহাদিরা গিয়ে তাদের গাড়ি করে তুলে নিয়ে যায় । কয়েকজন মহিলা জিহাদিদের খপ্পর থেকে পালিয়ে এসে ঘটনার কথা গ্রামে জানায় ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,বৃহস্পতিবার এবং শুক্রবার এই দু’দিন অপহরণের ঘটনা ঘটে উত্তর বুরকিনা ফাসো এলাকায় । গত ১২ জানুয়ারী বৃহস্পতিবার ৪০ জন মহিলা এবং ১৩ জানুয়ারী শুক্রবার আরও ২০ জন মহিলাকে অপহরণ করে সন্ত্রাসবাদীরা ।
স্থানীয় কর্তৃপক্ষ এসব অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে,অপহৃত মহিলাদের খুঁজে পেতে সেনাবাহিনী ও সাধারণ মানুষ অনেক খোঁজাখুঁজি করে । কিন্তু তারা অপহৃত মহিলাদের কোনো হদিশ করতে পারেনি । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে সন্ত্রাসবাদীরা ওই মহিলাদের নিজেদের ঘাঁটিতে নিয়ে পাশবিক অত্যাচার চালাচ্ছে ।
প্রসঙ্গত,বুরকিনা ফাসোর বেশিরভাগ এলাকা ইসলামি সন্ত্রাসবাদীদের দ্বারা অবরুদ্ধ করা হয়েছে । ফলে তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে দেশের সাধারণ মানুষ । খাবারের জন্য তাদের বনের ফলমূলের উপর নির্ভর করতে হচ্ছে । স্থানীয় বাসিন্দাদের কথায়, ‘মহিলাদের একটি দল জঙ্গলে গিয়েছিল পাতা এবং বন্য ফল সংগ্রহ করতে । কারণ খাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই । কিন্তু বৃহস্পতিবার তাদের গাড়ি করে তুলে নিয়ে গেছে সন্ত্রাসবাদীরা । সন্ধ্যা পর্যন্ত ওই মহিলারা যখন বাড়িনফিরে আসেনি,তখন আমরা ভেবেছিলাম যে তাদের গাড়িতে হয়তো কিছু সমস্যা হয়েছে । কিন্তু সন্ত্রাসবাদীদের কবল থেকে পালিয়ে আসা তিনজন গ্রামে এসে ঘটনার কথা জানায় ।’
উল্লেখ্য, সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা এবং আইএসআইএস ২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোয় কার্যত ত্রাসের সৃষ্টি করেছে । সন্ত্রাসবাদীরা কয়েক হাজার মানুষকে হত্যা করেছে এবং প্রায় ২০ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছে । ২০২১ সালের আগস্টে বুরকিনা ফাসোতে যানবাহনের একটি কনভয়ে হামলা চালিয়ে ৬৫ জন সাধারণ মানুষসহ ৮০ জনকে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা । তার আগে ২০১৯ সালের ডিসেম্বরে সন্ত্রাসবাদীদের হামলায় ৩৫ জন সাধারণ মানুষসহ ৪৫ জন নিহত হয়েছিল । গত বৃহস্পতিবারেও উত্তর-পূর্ব বুরকিনা ফাসোর একটি মসজিদে জিহাদিদের হামলায় ৯ জন নিহত হয়েছে । সন্ত্রাসবাদী সংগঠনগুলি ভিত এতটাই মজবুত করে ফেলেছে যে তাদের সঙ্গে এঁটে উঠতে পারছে না বুরকিনা ফাসোর নিরাপত্তাবাহিনী ।।