দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৫ জানুয়ারী : কাটোয়াতে এসেই সন্ন্যাস গ্রহণ করেছিলেন মহাপ্রভূ শ্রীচৈতন্যদেব । সেই সময় শ্রীচৈতন্যদেবের পদধুলিতে ধন্য হয়েছিল কাটোয়া মহকুমা এলাকার একাধিক স্থান ৷ এমনই এক স্থান হল কেতুগ্রাম থানার ঘাটকুড়ি গ্রাম । মহাপ্রভূর স্মৃতিতে পরবর্তী কালে ঘাটকুড়ি নপাড়া শ্রীপাট বিশ্রামতলা মন্দির গড়ে উঠেছিল । প্রতি বছর এই সময়ে মহাপ্রভূর আগমন উপলক্ষে সেখানে তিনদিনের উৎসবের আয়োজন করা হয় । এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না । সোমবার থেকে শুরু হচ্ছে ওই উৎসব । উৎসব কমিটি জানিয়েছে, ঘাটকুড়ি গ্রামে মহাপ্রভূর আগমন এবারে ৫৩৭ তম বর্ষে পদার্পন করল ।
জনশ্রুতি রয়েছে,কেশবভারতীর কাছে দীক্ষাগ্রহণের পর বৃন্দাবন যাওয়ার পথে ওই বছর পয়লা মাঘ কেতুগ্রামের ঘাটকুড়ি গ্রামে আসেন শ্রীচৈতন্যদেব । সন্ন্যাস গ্রহণের পর ঘাটকুড়ি সহ আশপাশের গ্রামে তিনি মাধূকরী সংগ্রহ করতে বের হয়েছিলেন । তবে পাশের ভণ্ডগড় বা ভাণ্ডারগড়িয়া গ্রামেই তিনি সবচেয়ে বেশি মাধূকরী সংগ্রহ করেছিলেন বলে শোনা যায় । তারপর থেকেই মহাপ্রভূর স্মৃতিতে পয়লা মাঘ থেকে ঘাটকুড়ি গ্রামে উৎসব শুরু । টানা হরিনাম সংকীর্তন চলে । অন্তিম দিনে রয়েছে অন্নভোগের আয়োজন । মাধূকরী সংগ্রহ করেই উৎসবের খরচখরচা চলে বলে জানিয়েছেন ঘাটকুড়ি শ্রীপাট বিশ্রামতলা কমিটি সম্পাদক আনন্দময় অধিকারী । এই উৎসব ঘিরে প্রচুর পূণ্যার্থীদের সমাগম হয় ঘাটকুড়ি গ্রামে ।।