এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,১৫ জানুয়ারী : রবিবার নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ৬৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে রয়েছেন নেপালের লোকগায়িকা নীরা ছান্তিয়াল । বাকি যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচ ভারতীয়, চারজন রাশিয়ান, দুই কোরিয়ান, একজন আর্জেন্টিনার এবং একজন করে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের নাগরিক । একজন ছাড়া সকলেরই মৃত্যু হয়েছে । তার মধ্যে ছয়টি শিশুও রয়েছে বলে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে ।
এদিন ইয়েতি এয়ারলাইন্সের টুইন-ইঞ্জিন এটিআর-৭২ বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিল । ইয়েতি এয়ারলাইন্সে বিমানটি অবতরণের কয়েক মিনিট আগে বিধ্বস্ত হয় । সেই সময় বিমানে ৬৮ জন যাত্রী ছাড়াও চারজন ক্রু সদস্য ছিলেন । নিচে ধাক্কা খেতেই বিমানে আগুন ধরে যায় । ফলে নিহতদের সকলের শরীর আগুনে মারাত্মকভাবে পুড়ে যায় । এদিকে মাঘ সংক্রান্তির উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে ওই বিমানে করে চানট্যাল পোখরায় যাচ্ছিলেন নেপালের লোকগায়িকা নীরা ছান্তিয়াল । নীরার মৃত্যুর দুঃখজনক খবরটি তাঁর বোন হীরা চানত্যাল শেরচান নিশ্চিত করেছেন ।
সোমবার নেপাল চ্যান্টিয়াল যুব সমিতির দ্বারা পোখারায় পুরুষ ও মহিলাদের বিভাগের একটি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং এই অনুষ্ঠানে গায়িকার সঙ্গীত পরিবেশন করার কথা ছিল। নেপাল চ্যান্টিয়াল যুব ইউনিয়ন কাস্কির সেক্রেটারি নবীন ঘর্তি চান্তিয়াল বলেছেন যে বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে তারা অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করেছেন ।।