এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ জানুয়ারী : ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাসচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে ২৩ জানুয়ারী সারা দেশে নেতাজির জন্মদিন পালন করার কথা ঘোষণা করছে নরেন্দ্র মোদী সরকার । তার আগে নেতাজির ভ্রাতুষ্পুত্র তথা পশ্চিমবঙ্গ বিজেপির বর্ষীয়ান নেতা চন্দ্র কুমার বসু কেন্দ্রের কাছে ভারতীয় সেনাবাহিনীর নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ) রাখার দাবি জানিয়েছেন । পাশাপাশি তিনি টোকিওর রেনকোজি বৌদ্ধ মন্দিরে রাখা নেতাজির পবিত্র দেহাবশেষ ভারতে আনা উচিত বলেও মত প্রকাশ করেছেন ।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময় চন্দ্র কুমার বসু বলেন,’ভারতীয় সেনাবাহিনীর নাম পরিবর্তন করে ‘ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি’ রাখলে ভারতের স্বাধীনতা সংগ্রামের চেতনাকে জাগিয়ে তুলবে ।’ সেই সঙ্গে রেনকোজি বৌদ্ধ মন্দিরে রক্ষিত দেহাবশেষ ফিরিয়ে আনার বিষয়ে তাঁর মত,’নেতাজী স্বাধীন ভারতে ফিরতে চেয়েছিলেন । তাই তাঁর দেহাবশেষ ফিরিয়ে আনা হলে নেতাজির ইচ্ছা পূরণ হবে ।’ তাঁর কথায়,’১১ টি অনুসন্ধানের মধ্যে ১০ টিতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু নিশ্চিত করেছে । সুতরাং এটির জন্য আর কোনও পরীক্ষার প্রয়োজন নেই। তার দেহাবশেষ ভারতে আনা উচিত ।’।