এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১৩ জানুয়ারী : বাংলাদেশে ঘুমের মধ্যে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের ৫ সদস্যের । গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া পারুয়া মহাজন পাড়ায় । নিহতরা হলেন কাঙ্গাল বসাক (৭০), কাঙ্গালবাবুর স্ত্রী ললিতা বসাক(৬০), পুত্রবধূ লাকী বসাক(৩২), ছেলে সৌরভ বসাক(১২) এবং মেয়ে শয়ন্তী বসাক(৪)। কাঙ্গাল বসাকের ছেলে পেশায় সিএনজি চালক খোকন বসাক (৪২) গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন । বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা । তবে বাড়িতে আগুন লাগার কারন এখনো স্পষ্ট নয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ।
জানা গেছে,ইঁটের গাঁথনি ও করগেটের ছাউনি দেওয়া বাড়িতে বসবাস করতেন কাঙ্গাল বসাকরা । বৃহস্পতিবার রাত্রি প্রায় দুটো নাগাদ বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বেড়িয়ে আসতে দেখে প্রতিবেশীরা । সেই সময় পরিবারের সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন । চট্টগ্রাম ফায়ারসার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল হামিদের কথায়,’রাত্রি প্রায় ২.১০ মিনিট নাগাদ অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে । প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।’ তিনি জানান,প্রাথমিকভাবে অনুমান পরিবারটির টিনের চালার রান্না ঘরের উনান থেকেই আগুনের সূত্রপাত ।
এদিকে দমকল কর্মীরা আগুন নেভানোর আগেই বাড়িটির সমস্ত কিছু ভস্মীভূত হয়ে গেছে । পরিবারের ৫ সদস্য এমন বীভৎসভাবে পুড়ে গেছে যে তাঁদের সনাক্ত করাই কঠিন হয়ে গিয়েছিল । খুব অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন খোকন বসাক । তবে দমকল বাহিনী রান্না ঘরের উনান থেকে আগুনের সূত্রপাতের কথা বললেও এনিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে এলাকায় ।।