এইদিন ওয়েবডেস্ক,কুপওয়ারা (জম্মু-কাশ্মীর),১১ জানুয়ারী : উত্তর কাশ্মীরের কুপওয়ারার মাচাল সেক্টরে তুষারপাতের সময় গভীর খাদে গাড়ি পড়ে গিয়ে শহীদ হলেন তিন সেনা । নিহতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) রয়েছেন । তাঁরা ফরোয়ার্ড এলাকায় নিয়মিত অপারেশনের কাজে যাওয়ার সময় মাছিল সেক্টরে তাঁদের গাড়িটি দূর্ঘটনার কবলে পড়ে । নিহত তিনজনই ডোগরা রেজিমেন্টের ১৪ তম ব্যাটালিয়নের সদস্য বলে জানা গেছে ।
বুধবার শ্রীনগর ভিত্তিক চিনার কর্পস টুইট করেছে, একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং অন্য দুই র্যাঙ্ক (ওআর) অফিসারকে বহনকারী একটি গাড়ি তুষার আচ্ছাদিত রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে যাওয়ার পরে এই দূর্ঘটনা ঘটে । ফরোয়ার্ড এলাকায় নিয়মিত সার্চ অপারেশনের সময়,০১ জেসিও এবং ০২ ওআর-এর একটি দল গভীর খাদে পড়ে যায়, তখন তুষারপাত হচ্ছিল এবং রাস্তা তুষারাবৃত ছিল । তিনজন বীর সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।।