প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান, ১০ জানুয়ারি : ভারতীয় সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হল পুতুল নাচ।আধুনিকতার বেড়াজালে আটকে পড়ায় অস্তিত্ব সংকট তৈরি হয় পুতুলনাচের। বাঙালিও যেন ভুলেইযেতে বসেছিল পুতুলনাচের কথা।অথচ এই পুতুলনাচকে আঁকড়েই সার্থক উপন্যাস লিখে একদা বাঙালির মন জয়করে নিয়েছিলেন খ্যাতনামা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়।যে উপন্যাসে প্রতিফল ঘটেছিল আধুনিক জটিল জীবনবোধের।এত কিছুর পরেও অস্তিত্বের সংকট যাই তৈরি হোকনা কেন বাংলার গৌরবের পুতুলনাচকে আবার পুরানো স্বমোহিমায় ফিরিয়ে আনতে পাপেটের দলগুলো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।বর্ধমান পাপেটিয়ার্স তেমনি একটি দল,যাঁদের উদ্যোগে বর্ধমান টাউনহলে শুরু হয়েছে জাতীয় পুতুল নাটক উৎসব ।
শোনো গো ও মাধবী- দিন কি এমন যাবে?পুতুল নাচের মাধ্যে পরিবেশিত এই কথাগুলো একসময়ে
সবার মনে দাগ কাটতো।বর্ধমান টাউনহলে পুতুল নাটক উৎসবের আয়োজন করে ’বর্ধমান পাপেটিয়ার্স’ হয়তো বোঝাতে পেরেছে পুতুলনাচ বা পুতুল নাটক কোনটারই বিলুপ্তি কাম্য নয় ।প্রথম দিন থেকে প্রতিটি শো হাউজ ফুল হওয়া সেই ইঙ্গিতই যেন দিচ্ছে। নতুন প্রজন্মের মধ্যেও এই শিল্পের প্রতি আগ্রহ বাড়াতে চান আয়োজকেরা।সেই লক্ষ্যেই প্রচারও চালানো হচ্ছে।
একটা সময়ে কাঁধে বেণীপুতুল দুলিয়ে পুতুলনাচের আসর বসতো গ্রাম ও মফস্বলে।তখন পুতুল নাটকের পালা নিয়ে নদীয়া থেকে আসতেন শিল্পী দল ।পতুল নাটকের মধ্যমে রূপবান কন্যার কাহিনী কিংবা বেহুলার দুঃখে আকুল হয়ে ওঠা দেখে মুগ্ধ হতেন গ্রাম বাংলার মানুষজন । যদিও পুতুল নাচ এমন একটা শিল্প যেখানে আসল শিল্পী অন্তরালে রয়ে থাকেন।তার হয়ে কথা বলা,গান গাওয়া সবই করে পুতুল।
জনশ্রুতি রয়েছে ভারতীয় উপ-মহাদেশে প্রথম পুতুল নাচের প্রচলন করেন বিপিন পাল । তার পর থেকে জনপ্রিয়তার জোরারে ভেসেচলা পুতুল নাচ একটা সময়ে আধুনিকতার নাগপাশে পড়ায় তার
পথচলা যেন থমকে যেতে বসে।এমনকি সময়ের চাপে পুতুল নাচের ’পুরনো ফর্ম’ গুলো গ্রহন যোগ্যতা হারিয়ে ফেলতে লাগলেও পাপেটের দলগুলো এই শিল্পকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দ্য পাপেটিয়ার্স এর সভাপতি অনির্বাণ বিশ্বাস বলেন,বর্ধমান পাপেটিয়ার্স এমন একটি দল যারা গত তিন দশক ধরে এই মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছে। এবারে আবার বর্ধমানের টাউন হলে তারা আয়োজন করেছে চার দিনের জাতীয় পুতুল নাটক উৎসবের । শনিবার বিকালে তার উদ্বোধন হয়েছে। এই রাজ্য ছাড়াও গোটা দেশের সেরা পুতুল নাচিয়েরা বর্ধমানের উৎসবে হাজির হয়েছেন।এখানে যেমন রয়েছে ট্রাডিশনাল পুতুল, তেমনি রয়েছে আধুনিক নানা ফর্মের পাপেটের দল। রাজস্থান; দিল্লি ও ত্রিপুরা থেকে আসা পুতুল নাচের দল ছাড়াও এই রাজ্যের বর্ধমান কলকাতা; উঃ ২৪ পরগণা; দক্ষিণ ২৪ পরগণা; পূর্ব মেদিনীপুর থেকে পুতুল নাচের দল বর্ধমানে এসেছে ।।