এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১০ জানুয়ারী : যুদ্ধ বিরতি বাতিল করার পর থেকে পাকিস্তানের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে তেহরিক-ই- তালেবানের যোদ্ধারা । ইতিমধ্যে ওই সংগঠনটি ঘোষণা করে দিয়েছে যে তাদের পরবর্তী টার্গেট শাহাবাজ শরিফ, বিল্লাল ভুট্ট জারদারির মত রাজনৈতিক নেতারা । ফলে রাতের ঘুম উড়ে গেছে পাকিস্থান সরকারের । তাই এবার তালিবানের ওই শাখা সংগঠনের হামলা ঠেকাতে আসরে নেমে পড়েছে পাকিস্তানের মৌলবীরা । তারা ফতোয়া জারি করে পাকিস্তানি সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে অস্ত্র তোলাকে হারাম ঘোষণা করেছেন । সোমবার মৌলবীরা তাদের ফতোয়ায় বলেছেন যে ইসলামি “শরিয়া” অনুসারে এই দেশের সশস্ত্র বাহিনীকে আক্রমণ করা “হারাম” এবং অবৈধ । ফতোয়াটি জমিয়ত দারুল উলূম হাক্কানি এবং অর্গানাইজেশন অফ স্কুলস অফ পাকিস্তান সহ এই দেশের বিভিন্ন স্কুলের মৌলবীরা মিলিত ভাবে জারি করেছে বলে মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে ।
খাইবার পাখতুনখোয়া আলেমদের ফতোয়া অনুযায়ী, পাকিস্তানের সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে যুদ্ধ এদেশের শরিয়া নীতি ও আইনের পরিপন্থী এবং অপরাধীদের অবশ্যই শাস্তি পেতে হবে । অন্যদিকে আফগান তালিবানের সাথে ঘনিষ্ঠরা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তেহরিক-ই- তালিবান পাকিস্তানের যুদ্ধকে “জিহাদ” বলে ঘোষণা করেছে । তবে শুধু তেহরিক-ই- তালিবানই নয়,বেলুচ স্বাধীনতা সংগ্রামী সংগঠন ও ইসলামিক স্টেট গোষ্ঠীও পাকিস্তানের সশস্ত্র বাহিনীও পাকিস্থানের বিরুদ্ধে জিহাদী হামলা চালিয়ে যাচ্ছে । ফলে কোনঠাসা হয়ে পড়েছে সন্ত্রাসবাদের জনক পাকিস্তান ।।