এইদিন ওয়েবডেস্ক,জামনগর(গুজরাট),১০ জানুয়ারী : মস্কো থেকে গোয়া আসার একটি চার্টার্ড ফ্লাইটে বোমাতঙ্ক ছড়াল । বোমার হুমকির কল পাওয়ার পর বিমানটিকে গুজরাটের জামনগরে ভারতীয় বিমান বাহিনী ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয় । বর্তমানে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড সহ একজন সিনিয়র পুলিশ অফিসার জামনগর বিমানবন্দরে পৌঁছেছে এবং বিমানটিতে তল্লাশি চালাচ্ছে তারা । তার আগে বিমানের ২৪৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ।
জানা গেছে,ফ্লাইটটি মস্কো থেকে ওড়ার পর বিমানের একজন ক্রুর মোবাইলে বোমার হুমকির কল আসে । তিনি দ্রুত বিষয়টি পাইলটকে জানান । এরপর গুজরাটের জামনগরের ডাবোলিম বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করা হয় । যদিও কর্মকর্তারা জানিয়েছেন,জাতীয় নিরাপত্তা গার্ড (এনএসজি) বিমানটিতে কোনো সন্দেহজনক বস্তু খুঁজে পায়নি । সমস্ত কেবিন লাগেজ পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হয়েছে । মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে ১১ টার মধ্যে ফ্লাইটটি জামনগর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হবে বলে তিনি জানান । এদিকে নিরাপত্তা বাহিনী মস্কো-গোয়া চার্টার্ড ফ্লাইটে যাত্রীদেরও ব্যাপক তল্লাশি চালায় ।।