এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ জানুয়ারী : ভারতকে ইসলামিক দেশ (গাজওয়া-ই-হিন্দ) হিসাবে গড়ে তোলার ষড়যন্ত্রে যুক্ত সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা সন্ত্রাসবাদী সংগঠনের ৪ সন্ত্রাসবাদীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) । ওই চারজন সন্ত্রাসবাদী হল আতহার পারভেজ, মোহাম্মদ জামালউদ্দিন খান, নুরুদ্দিন জঙ্গী এবং আরমান মালিক । শনিবার আদালতে দাখিল করা চার্জশিটে চারজনের বিরুদ্ধেই দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকা,দেশে অস্থিতিশীলতা ছড়ানো ও ভয়ের পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ আনা হয়েছে ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চার্জশিটে বলা হয়েছে যে চার অভিযুক্ত সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য ২০২২ সালের ১২ জুলাই তারিখটি বেছে নিয়েছিল । কারন ওইদিন পাটনায় জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । ওইদিন সবাই মিলে এলাকায় সহিংসতা ছড়ানোর চেষ্টা করেছিল । তার আগে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ফুলওয়ারিশরিফে নতুন নিয়োগও করেছিল তারা । আহমেদ প্যালেস নামে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে সবাই মিলে বৈঠকও করেছিল । সন্ত্রাসবাদীরা ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি ইসলামিক দেশ করার নামে তহবিল সংগ্রহ পর্যন্ত শুরু করেছিল বলে জানতে পারে পুলিশ ।
প্রধানমন্ত্রীর সভার দিন রাজ্য জুড়ে হিংসা ছড়ানোর চক্রান্ত ফাঁস হতেই ঘটনার তদন্তে নামে পুলিশ । ওই মাসেই আতহার পারভেজ, জালালুদ্দিন এবং আরমান মল্লিককে পাটনার ফুলওয়ারিশরিফের নয়া টোলা থেকে গ্রেপ্তার করা । তদন্তে পুলিশ জানতে পারে তারা শারীরিক প্রশিক্ষণের আড়ালে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ দেওয়া এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি ইসলামিক দেশ (গাজওয়া-ই-হিন্দ) করার ষড়যন্ত্র করছে । ধৃতদের জিজ্ঞাসাবাদে এই গোপন ষড়যন্ত্রের কথা উন্মোচিত হয় । পাশাপাশি বেশ কিছু নথিও উদ্ধার করে পুলিশ । পরে এই মামলার তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়া হয় । মামলা হাতে নিয়ে দুটি পৃথক এফআইআর নথিভুক্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি । প্রথম এফআইআরে ২৬ জনের নাম রয়েছে,দ্বিতীয়টিতে মারগুব আহমেদ নামে একজন অভিযুক্তের নাম নথিভুক্ত করা হয় বলে ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে ।।