এইদিন ওয়েবডেস্ক,ভাতার,২৮ ফেব্রুয়ারী : মন্দিরে চুরির ঘটনায় দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম ইনতাজ বড়াল ও আমজাদ আলি শেখ । ধৃতদের মধ্যে প্রথমজনের বাড়ি ভাতার থানার বলগোনা রেলস্টেশন পাড়ায় । দ্বিতীয়জন মঙ্গলকোট থানার শিমুলিয়া ডাঙ্গার বাসিন্দা । শনিবার রাতে বলগোনা বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ । রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,বেশ কিছুদিন আগে ভাতার থানার বলগোনায় একটি মনসা মন্দিরে চুরির ঘটনা ঘটে । দেবীর অলঙ্কারসহ যাবতীয় বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা । ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্তে নামে পুলিশ । তদন্তে পুলিশ ওই দুই দুষ্কৃতির নাম জানতে পারে । তারপর থেকেই ইনতাজ বড়াল ও আমজাদ আলি শেখের সন্ধান চালাচ্ছিল পুলিশ ।
পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে ওই দু’জন চুরির মতলবে বলগোনা বাজারের ঘোরাঘুরি করছিল । গোপন সুত্র থেকে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফাতার করে । এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।