এইদিন ওয়েবডেস্ক,মস্কো,০৮ জানুয়ারী : ছয় শতাধিক ইউক্রেনীয় সৈন্যকে হত্যার দাবি করল রাশিয়া । রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার ঘোষণা করেছে,ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরে এমন দুটি বাড়িতে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যেখানে ইউক্রেনীয় সৈন্যদের অস্থায়ী শিবির ছিল । ওই হামলায় ৬০০-এর বেশি ইউক্রেনীয় সৈন্যর মৃত্যু হয়েছে । রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্র থেকে পেয়েই তারা ইউক্রেনীয় সৈন্যদের বাসভবনকে নিশানা করেছে ।
রাশিয়ার দাবি অনুযায়ী,হামলার সময় একটি ভবনে ৬০০ সৈন্য এবং অন্য ভবনটিতে ৭০০ সৈন্য উপস্থিত ছিল । চলতি বছরের শুরুতে দোনেস্কে রুশ সৈন্যদের উপর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া ।
যদিও রাশিয়ার এই দাবি অস্বীকার করেছেন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ইস্টার্ন গ্রুপের মুখপাত্র সেরহি চেরেভাতি । তিনি রাশিয়ান দাবির প্রতিক্রিয়ায় সিএনএনকে বলেছেন,’এটি বাজে কথা ।’ প্রসঙ্গত,গত সপ্তাহে ডোনেস্কে রকেট হামলায় প্রায় ৪০০ জন রুশ সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছিল ইউক্রেন । যদিও রাশিয়া সেই হামলার কথা স্বীকার করলেও নিহতের সংখ্যা ১০০-এর কম বলে জানিয়েছিল ।।