এইদিন ওয়েবডেস্ক,বার্লিন,০৮ জানুয়ারী : খাবারের মধ্যে বিষাক্ত সায়ানাইড এবং রিসিন মিশিয়ে মানুষ মারার পরিকল্পনা করেছিল ইসলামি জিহাদে অনুপ্রাণিত ৩২ বছর বয়সী এক ইরানী সন্ত্রাসবাদী । কিন্তু বড়সড় নাশকতা চালানোর আগেই তাকে হাতেনাতে ধরে ফেললো জার্মান পুলিশ । রবিবার জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ক্যাস্ট্রপ-রাক্সেল (Castrop-Rauxel) থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । যদিও ওই সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি । তবে এই মামলার সাথে জড়িত আরও একজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে । জার্মানির একটি বন্ধুত্বপূর্ণ দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এদিন অভিযান পরিচালনা করে বলে খবর ।
ডুসেলডর্ফ প্রসিকিউটরস অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে,’অভিযুক্ত ব্যক্তি একটি গুরুতর নাশকতার প্রস্তুতি নিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে । ধর্মীয়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ চালানোর জন্য রিসিন এবং সায়ানাইডের মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহারের প্রস্তুতি নিয়েছিল ওই সন্ত্রাসবাদী ।’ তার কাছ থেকে সংগৃহীত রাসায়নিকগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডুসেলডর্ফ প্রসিকিউটরস অফিস । এদিকে ইসলামি জিহাদি আদর্শে অনুপ্রাণিত নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে রাতের ঘুম উড়ে গেছে জার্মান প্রশাসনের ৷ আর সেই আতঙ্কে ইরানের সাথে যুক্ত একটি ইসলামিক কেন্দ্রের উপর সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।।