দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ জানুয়ারী : প্রবল গতিতে যাওয়ার সময় যন্ত্রাংশ ভেঙে উলটে পড়ল ভিড়ে ঠাসা একটি যাত্রীবাহী বাস । বাসের ছাদে থাকা এক ব্যক্তির মৃত্যু হয় । রবিবার বিকেলে এই দূর্ঘটনাটি ঘটে কাটোয়া-বোলপুর রোডে কাটোয়ার ন’নগর বাসস্ট্যান্ডের কাছে । এই দূর্ঘটনায় অন্তত ৪৫ জন বাসযাত্রী আহত হয়েছে বলে জানা গেছে । পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি । তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে । আহতদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনে পুলিশ । তার মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।
দূর্ঘটনার মুহুর্তের ভিডিও দেখুন
স্থানীয় সুত্রে জানা গেছে,কেতুগ্রামের দধিয়া থেকে কাটোয়ার দিকে আসছিল ওই বাসটি । বাসটির ভিতরে কার্যত তিল ধারণের জায়গা ছিল না । কাটোয়ার ন’নগর বাসস্ট্যান্ডের কাছে আসতেই বিকট শব্দে বাসে সামনের চাকার পাতি ভেঙে যায় । তারপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে পড়ে । ঘটনার প্রত্যক্ষদর্শী রাজু ধর,মেঘনাদ পালরা বলেন, ‘আমরা কাছাকাছি একটা জায়গায় বসে গল্পগুজব করছিলাম । ওই বাসটিকে প্রচন্ড গতিতে ন’নগর বাসস্ট্যান্ডের দিকে যেতে দেখি । হঠাৎ যন্ত্রাংশ ভাঙার মত বিকট একটা শব্দ হয় । বাসের ছাদে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায় ।’
জানা গেছে,প্রথমে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে । পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ।।