একদিন ওয়েবডেস্ক,লখনউ,০৮ জানুয়ারী : পুলিশ চায়ের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারে,এই আশঙ্কায় পুলিশের দেওয়া চা পান করতে অস্বীকার করলেন সমাজবাদী পার্টির(এসপি) প্রধান অখিলেশ যাদব । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যে পুলিশ তাঁকে চা পান করার জন্য অনুরোধ করছে । কিন্তু তিনি সাফ জানিয়ে দেন পুলিশের দেওয়া চা পান করবেন না । অখিলেশকে বলতে শোনা যায়, ‘আমি এখানে চা খাব না। আমরা বাইরে থেকে আমাদের চা আনব, আপনার কাপ নেব শুধু । আমাকে বিষ দিলে কি হবে ? আমি বিশ্বাস করি না । আমি বাইরে থেকে নিয়ে আসবো ।’ এরপর তিনি দলের এক কর্মীকে বাইরে থেকে চা আনার জন্য নির্দেশ দেন ।
এদিকে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে অখিলেশ যাদবের এই ব্যবহারের সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা । তিনি বলেন,’এই সেই অখিলেশ যাদব, যিনি আহমেদাবাদ বিস্ফোরণে অভিযুক্তের আত্মীয়কে দলে নিতে ইচ্ছুক ছিলেন । এই সেই অখিলেশ যাদব,যিনি বলেছিল যে আল-কায়েদা সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করার বিষয়ে ইউপি এটিএসের-এর উপর তার বিশ্বাস নেই । একই পুলিশ যারা তাঁকে সুরক্ষা দেয়,যারা ইউপি এবং দেশকে রক্ষা করে, আজ তিনি পুলিশকে বিশ্বাস করতে পারছেন না ।’
প্রসঙ্গত, সমাজবাদী পার্টির টুইটার অ্যাকাউন্টের মিডিয়া হ্যান্ডলার মনীশ জগন আগরওয়ালকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের হজরতগঞ্জ থানার পুলিশ । মনীশ জগনের বিরুদ্ধে টুইটারে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে । তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করার পরে রবিবার সকালে আগরওয়ালকে গ্রেপ্তার করা হয় । আর এই গ্রেফতারির প্রতিবাদে অঘোষিতভাবে ডিজিপি সদর দফতরে গিয়েছিলেন অখিলেশ যাদব । সঙ্গে ছিল তাঁর দলীয় কর্মীরাও । সমাজবাদী পার্টির টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে,’সমাজবাদী পার্টির কর্মী মনীশ জগন আগরওয়ালকে লখনউ পুলিশের গ্রেফতার নিন্দনীয় ও লজ্জাজনক ! পুলিশের উচিত তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া ।’।