এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৭ ফেব্রুয়ারি : একটি বাড়ির কুলগাছের ডাল পাশের বাড়ির দিকে ঝুলে আছে । ফলে কুল পাড়ার সময় প্রতিবেশীর জায়গায় গিয়ে পড়ে । সেই কুল কুড়তে গিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা বেধে যায় । ক্রমে তা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর অঞ্চলের ভবানীপুর গ্রামে । মারপিটের জেরে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন । আহতরা হলেন খতেজা বিবি (৪৫), খায়রুন্নেশা(৩০), দানেমুল ইসলাম (২২),সেখ কালচু ও নীলমনি খাতুন । স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে ।
জানা গেছে, খতেজা বিবির বিবিহিতা মেয়ে খায়রুন্নেশা ও ছেলে দানেমুল । অন্যদিকে খতেজা বিবির প্রতিবেশী সেখ কালচু । কালচুর স্ত্রী নীলমনি খাতুন ।
স্থানীয় সুত্রে জানা গেছে,খতেজা বিবিদের বাড়িতে একটি কুল গাছ আছে । সেই গাছে কয়েকটি ডাল ঝুঁকে আছে সেখ কালচুর জায়গার দিকে । খতেজা বিবি জানান,শুক্রবার সন্ধ্যা নাগাদ তার বিবাহিত বড়ো মেয়ে খায়রুন্নেশা কুল গাছ থেকে কুল পাড়ছিল । কিছু কুল ছিটকে প্রতিবেশী সেখ কালচুদের জমিতে গিয়ে পড়ে । তখন তিনি ও তাঁর মেয়ে সেই কুল কুড়তে গেলে কালচু ও তার পরিবারের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায় । হামলার জেরে তিনি, তাঁর মেয়ে ও ছেলে জখম হন ।
অন্যদিকে সেখ কালচু জানান,কুলের গাছটি ওদের বাড়িতে থাকলেও কিছু ডাল তাদের জমির উপরে ছায়া করে রয়েছে । ওরা বেড়া ভেঙে ও ফসল নষ্ট করে এপারে কুল কুড়োতে আসে। বারবার বারণ করা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করে না । এদিন তাদের বেড়া ভেঙে কুল কুড়োতে আসতে বারণ করলে খতেজা বিবিরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে ।এতে দুই পক্ষের মধ্যে হাতিহাতি হয়। ওদের বাঁশের আঘাতে তার মাথা ফেটে যায় এবং তার প্রসূতি স্ত্রীর হাত কেটে রক্তাক্ত হয়ে যায় ।
জানা গেছে,উভয়পক্ষ এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।